মাটিরাঙ্গায় শুক্রবার বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসর

02.03.2017_Matiranga T20 Cricket NEWS Pic

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

গেল বছরের ধারাবাহিকতায় এবছরও মাটিরাঙ্গা উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টর দ্বিতীয় আসর। উপজেলার বিভিন্ন নিবন্ধিত ক্লাবসহ ১০টি দল নিয়ে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে অংশগ্রহণ করেনি প্রথম আসরের চ্যাম্পিয়ন ৪০ বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। টুর্নামেন্টের উদ্বোধনকে সামনে রেখে বর্ণিল সাজে সেজেছে মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ।

শুক্রবার সকাল ১০টার দিকে টুর্নামেন্টের উদ্বোধন করবেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম। খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী বিপিএম-সেবা উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি বিএম মশিউর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বলে টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজকুমার শীল নিশ্চিত করেছেন।

মাটিরাঙ্গা উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক জুয়েল চাকমার সাথে কথা বলে জানা গেছে, অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবেই এবারের টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। গেল বছরের মতো এবারও খেলোয়াড়রা তাদের ভালো খেলা দর্শকদের উপহার দিবে বলেও প্রত্যাশা করে তিনি বলেন, অংশগ্রহণকারী দলগুলো বাছাই করা খেলোয়াড়দের সমন্বয়ে নিজেদের দল সাজিয়েছে।

টুর্নামেন্টের দ্বিতীয় আসরের উদ্বোধনী খেলায় শক্তিশালী গোমতি একাদশের মুখোমুখি হবে খেদাছড়ার ছাত্র একতা। বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম আসরের রানার্সআপ ‘দুরবীন হিরো নাইট’সহ অংশগ্রহণকারী দলগুলো হলো, মাটিরাঙ্গার বন্ধু একতা, দুরন্ত স্পোর্টিং ক্লাব, শেখ কামাল স্পোর্টিং ক্লাব, মুসলিমপাড়া একাদশ, পল্লী উন্নয়ন ক্লাব, এফসিটিং, নতুনপাড়া একাদশ, গোমতি একাদশ ও খেদাছড়ার ছাত্র একতা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন