মানিকছড়ির তিন ইউপির নির্বাচন চতুর্থ ধাপে

fec-image

দেশব্যাপী চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। ঘোষিত তফসিলে মানিকছড়ি উপজেলার তিনটি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর।

ঘোষিত তফসিল দেখে সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন পেতে দেন-দরবার ও দৌড়ঝাঁপ শুরু করেছে। উপজেলা জুড়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। উপজেলা আওয়ামী লীগ ১২-১৪ নভেম্বর বর্ধিত সভা আহব্বান করেছেন।

১০ নভেম্বর বিকেলে নির্বাচন কমিশন এক সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপের তফসিলে ৮৪০টি ইউপিতে একযোগে আগামী ২৩ ডিসেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করেন।ফলে মানিকছড়ি উপজেলার তিনটি ইউনিয়নের নির্বাচনী জনপদে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপে গতি বেড়েছে বহুগুনে। ভোটারের চেয়ে নেতাদের কাছে দলীয় মনোনয়ন পেতে প্রার্থীরা নানাভাবে দেন-দরবার, লবিং শুরু করেছেন। তবে প্রার্থী মনোনয়নে তৃণমূলের দাবী গুরুত্ব দিয়ে ত্যাগী নেতাকর্মীকেই দলীয় মনোনয়ন দিবে শীর্ষ নেতারা।

তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যানরাই নির্বাচনী মাঠে দখলে রাখার চেষ্টা করলেও হেভিওয়েট বেশ কয়েকজন আওয়ামী লীগ, যুবলীগ নেতা প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে তৃণমূলে কাজ করছেন। আর সদস্য ( মেম্বার) পদে গড়ে প্রতি ওয়ার্ডে ৩/৪ জন করে সম্ভাব্য প্রার্থী দলীয় মনোনয়ন পেতে গোপনে  লবিং চালিয়ে যাচ্ছেন। ভোটারদের কদর করার চেয়ে এখন কদর শীর্ষ নেতাদের। কারন দল মনোনয়ন দিলেই তো প্রার্থী হওয়া, আর দলীয় মনোনয়ন পাওয়া মানেই নির্বাচিত হওয়া! এই মনোভাব নিয়ে তিন ইউপি’র সর্বত্র আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা সাংগঠনিক ও সেবামূলকমূলক কাজকর্মে সক্রিয় ও প্রার্থী হতে দৌড়ঝাঁপ বাড়িয়েছেন।

উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যানেরা আবারও স্বপদে নির্বাচন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করায় সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে উপজেলা আওয়ামী লীগ আগামী ১২ নভেম্বর তিনটহরী ইউনিয়ন, ১৩ নভেম্বর বাটনাতলী ইউনিয়ন ও ১৪ নভেম্বর মানিকছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা আহ্বান করেছেন।

১০ নভেম্বর সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

১নং মানিকছড়ি ইউপিতে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. শফিকুর রহমান উপজেলা আওয়ামী লীগ ও মারমা নেতা যোগ্য মারমা, উপজেলা যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান মো. আকতার হোসেন ভূইঁয়া।

২নং বাটনাতলী ইউপিতে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম মোহন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবদুর রহিম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন।

৪নং তিনটহরী ইউপিতে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, উপজেলা ইউসিসিলি. সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. আনোয়ার হোসেন ভূইঁয়া ও প্যানেল চেয়ারম্যান মো. বাহার মিয়া।

এছাড়াও ২ নং বাটনাতলী ইউপিতে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে ইউপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত আতাঅং চৌধুরীর পুত্র মংশেপ্রূ চৌধুরী প্রার্থী হওয়ার খবর পাওয়া গেলেও অন্য ইউপিতে এ রির্পোট লেখা পর্যন্ত অন্য আর কোন স্বতন্ত্র প্রার্থীদের নাম শোনা যায়নি।

উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন ও সভাপতি মো. জয়নাল আবেদীন ইউপি নির্বাচন প্রসঙ্গে বলেন, আওয়ামী লীগ নির্বাচনমূখী দল। জনগণের ভোটে, জনগণই জনপ্রতিনিধি বানাবে। আমরা দলের ত্যাগী নেতাকর্মীদের সমর্থন নিয়ে গ্রহনযোগ্য ব্যক্তিকেই দলীয় সমর্থন বা মনোনয়ন দেবো।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন