মান্দালের আটটি মসজিদ পুনরায় খুলে দেয়ার দাবি জানিয়েছেন মিয়ানমারের মুসলিম সম্প্রদায়

fec-image

মিয়ানমারের মুসলিম অধিবাসীরা মান্দালের আটটি মসজিদ পুনরায় চালুর অনুমতি চেয়েছেন, যেগুলো ছয় বছর আগে বন্ধ করে দেয়া হয়েছিল। দেশে সম্প্রতি সিনিয়র জেনারেল মিন অং লাইং অ-বৌদ্ধ ধর্মীয় সম্প্রদায়ের সাথে দূরত্ব ঘোচানোর জন্য যে প্রচেষ্টা শুরু করেছেন, তাতে উদ্বুদ্ধ হয়েই এই দাবি জানিয়েছেন মুসলিমরা।

মুসলিম অধিবাসীরা শনিবার স্টেট কাউন্সিলরের অফিস, কমান্ডার-ইন চিফের অফিস এবং সংস্কৃতি ও ধর্ম মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে যাতে মেইকতিলা ও ইয়ামেথিন টাউনশিপের ছয়টি মসজিদ পুনরায় খুলে দেয়ার অনুমতি দেয়া হয়। ইসলামিক রিলিজিয়াস অ্যাফেয়ার্স কাউন্সিলের সেক্রেটারি উ উন্না মাউং শোয়ে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “মেইকতিলা ও ইয়ামেথিনের মুসলিমরা অ-বৌদ্ধদের সাথে কমান্ডার-ইন-চিফের যোগাযোগের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন, যদিও তার উদ্দেশ্যের কথা আমি বলতে পারবো না”।

সংস্কৃতি ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র উ সান উইন বলেন, তারা এখনও এ সংক্রান্ত কোন চিঠি হাতে পাননি।

মান্দালে ইসলামিক কাউন্সিলের চেয়ার উ মাউং মাউং বলেছেন, সিনিয়র জেনারেল মিন অং লাইং যখন ১১ সেপ্টেম্বর জুন মসজিদ সফর করেন, এবং সেখানে চাল, রান্নার তেল, মটর ও টাকা দেন, তখন অন্যান্য মসজিদগুলো খুলে দেয়ার কথা বলেছিলেন তিনি।

২০১৪ সালে মান্দালেতে তীব্র সাম্প্রদায়িক সহিংসতার কারণে মেইকতিলা ও ইয়ামেথিন টাউনশিপের মসজিগুলো বন্ধ করে দেয়া হয়।

সূত্র: সাউথ এশিয়ান মনিটর

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন