রাঙামাটিতে এসএসসি’র পাসের হার ৮০.৩৯%

 

রাঙামাটি প্রতিনিধি :

রাঙামাটিতে এসএসসি পরীক্ষার পাসের হার গতবছরের চেয়ে প্রায় দুই শতাশং কমেছে। এ বছর জেলায় পাসের হার ৮০.৩৯%, যা গতবার ছিল ৮২.২৩%। তবে গত বছরের চেয়ে জিপিএ-৫ এ বছর কিছুটা বৃদ্ধি পেয়েছে । এ বছর জিপিএ-৫ পেয়েছে ১৩২ জন আর ২০১৩ সালে জিপিএ-৫ পেয়েছিলো ১১৪ জন। 

জেলা প্রশাসন সূত্রে জানান যায়, এ বছর রাঙামাটিতে ৭৫টি বিদ্যালয় থেকে কেন্দ্রের ১৫টি  কেন্দ্রের  মাধ্যমে ৫৭৫৩ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। এর মধ্যে পাস করেছে ৪৬২৫ জন। জেলা রাঙামাটি সদরে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ এবং জুরাছড়ি বনযোগিছড়া আদর্শ বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। সর্ব নিম্ম পাসের হার রাজস্থলী উপজেলার গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়। রাঙামাটি জেলার স্কুলগুলোর মধ্যে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে জেলার কর্ণফুলী পেপার মিল উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের ২৫ জন জিপিএ-৫ পেযেছেন।

এদিকে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বনরুপা আল আমিন ফাজিল মাদ্রাসা থেকে পরিক্ষার্থীদের মধ্যে দাখিলে ৩ জন জিপিএ-৫ ও ১৪ জন জিপিএ-৪ পেয়েছে। রাঙামাটি বাইতুশ শরফ দাখিল মাদ্রাসায় জিপিএ-৫ পেয়েছে ৫ জন শিক্ষার্থী।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন