রাঙামাটিতে জনসংহতি সমিতির বিক্ষোভ

স্টাফ রিপোর্টার:

বান্দরবান ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)। বুধবার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংগঠনটির আয়োজনে বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।

এ সময় রাঙামাটি জেলা জনসংহতি সমিতির সভাপতি সুবর্ণ চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্টাফ সদস্য উদয়ন ত্রিপুরা, মহিলা সমিতির সভানেত্রী সুপ্রভা চাকমা, কেন্দ্রীয় যুব সমিতির সভাপতি তোয়েন চাকমা, কেন্দ্রীয় পিসিপি’র সাধারণ সম্পাদক জুয়েল চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, গত ২৩ এপ্রিল বান্দরবানে ইউপি নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে সরকার দলীয় ক্ষমতাসীন আওয়ামী লীগ পূর্ব পরিকল্পনা অনুযায়ী শত শত জাল ব্যালট পেপার ছাপিয়ে প্রশাসনের যোগসাজশে আওয়ামী সন্ত্রাসীরা কেন্দ্র দখল করে ভোট জালিয়াতি উৎসবে মেতে উঠে। সরকারের মদদ পুষ্ঠ ছাত্রলীগ যুবলীগের তা-বে সাধারণ ভোটাররা কেউ ভোট দিতে পারেনি। আওয়ামী লীগ পিসিসি’র কিছু নেতাকর্মীকে পিটিয়ে মারাত্বক জখম ও আহত করেছে বলে বক্তারা উল্লেখ করেন।বক্তারা অবিলম্বে বান্দরবান জেলায় ইউনিয়ন পরিষদগুলোতে পুর্নরায় নির্বাচন নেয়ার দাবি জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন