রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ মণ্ডপ নেই, সবগুলোতে থাকবে পুলিশের নজরধারী: এসপি আলমগীর

fec-image

রাঙামাটি পুলিশ সুপার (এসপি) আলমগীর কবির বলেছেন, রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ কোন পূজা মণ্ডপ নেই, তবে সবগুলোতে পুলিশের নজরধারী থাকবে বলে জানান।

সোমবার (৩০সেপ্টেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত শারদীয় দুগোৎসব উপলক্ষ্যে বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসপি আরও বলেন, নিরাপত্তার স্বার্থে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ মোতায়েন থাকবে। গুরুত্বপূর্ণ ও দর্শনার্থী বহুল পূজা মন্ডপগুলোতে সিসি টিভি ক্যামেরা স্থাপনের পাশাপাশি প্রবেশ পথে মহিলা আনসার রাখা হবে।

এসপি জানান, এসব মহিলা আনসাররা সেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন। পূজা মণ্ডপে পুরুষ ও মহিলা প্রবেশ পথ আলাদা রাখার নির্দেশ প্রদান করেন এসপি।

অনাকাঙ্খিত ঘটনা এড়াতে নাচ, গান, মদপানসহ সকল ধরণের উগ্রতা প্রদর্শন হতে বিরত থাকা, পূজা চলাকালীন সময়ে আতশ বাজি ও ফটকা ফোটানো থেকে বিরত থাকতে অনুরোধ করেন তিনি।

এছাড়া রাস্তাঘাটে অবৈধ পার্কিংয়ের বিষয়ে ট্রাফিক পুলিশের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করবেন বলে এসপি জানান।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ, মো. জাহাঙ্গীর আলম , অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল ) মাঈন উদ্দীন চৌধুরী, রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক রণি, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদের সভাপতি অমর কুমার দে, সাধারণ সম্পাদক পঞ্চানন ভট্টচার্য, পূজা উৎযাপন কমিটির সংশ্লিষ্টসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন