রাঙামাটিতে নতুন করে ১০ জন করোনা পজেটিভ

fec-image

রাঙামাটিতে নতুন করে আরও ১০ জন করোনা আক্রান্ত হয়েছে। শুক্রবার কোন পরিক্ষা করা না হলেও বৃহস্পতিবার রাঙামাটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করেছেন ১৩৫ জন, এরমধ্যে ১০ জনের পজেটিভ আসে।

আক্রান্তদের ৭ জন রাঙামাটি সদর, নানিয়ারচর ১ জন এবং ২ জন কাউখালী উপজেলার বাসিন্দা। রাঙামাটিতে এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১,৬৩৭ জন, সুস্থ্য হয়েছেন ১,৫৩৩ জন। রাঙামাটিতে মোট মারা গেছেন ১৯জন।

রাঙামাটিতে এপর্যন্ত নমুনা পরীক্ষা করেছেন ১২,৩১০ জন এরমধ্যে নেগেটিভ এসেছে ১০,৫৪৮ জনের।

রাঙামাটির সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল বলেন, মানুষের অসর্তক চলাফেরা, স্বাস্থ্যবিধি না মানার কারণে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।

রাঙামাটিতে করোনা টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন ৪০,৩৫৫ জন, এ পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ৩২,৭৪৪ জন এবং দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ১৮,৮৮১ জন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন