রাঙামাটিতে পার্বত্য কাব্য আন্তর্জাতিক সাহিত্য উৎসব

fec-image

রাঙামাটিতে পার্বত্য কাব্য আন্তর্জাাতিক সাহিত্য উৎসব ও গুণীজন সম্মাননা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে পার্বত্য কাব্য সাহিত্য ও সামাজিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন পার্বত্য কাব্যের উপদেষ্টা কবি হাসান মনজু।

পার্বত্য কাব্যের সভাপতি কাছেন রাখাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক হরি শংকর জলদাশ।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতার, রাঙামাটি অঞ্চলের উপপরিচালক মো. সেলিম, চলচ্চিত্র অভিনেতা ও সংগঠক কবি এ.বি.এম সোহেল রশিদ, ভারতের পশ্চিমবঙ্গের কবি প্রবীর কুমার চৌধুরী, কবি ও ছড়াকার মো. আতিক হেলাল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কবি-সাহিত্যকরা আছেন বলে পৃথিবী এত সুন্দর লাগে। তাদের লেখনী পড়ে মানুষ তার সুপ্ত চিন্তার বিকাশ ঘটায়। মানুষের ভাবনার জগত বড় হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আন্তর্জাতিক সাহিত্য, উৎসব, পার্বত্য কাব্য
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন