রাঙামাটিতে ২৩সে.মি’র নিচে মাছ বিক্রির অপরাধে জরিমানা

fec-image

রাঙামাটি শহরে কাপ্তাই হ্রদের বিভিন্ন প্রজাতির ২৩ সেন্টিমিটারের নিচে মাছ বিক্রির দায়ে কয়েকজন মাছ বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৩ টি মৎস্য দোকানে ২৩ সে.মিঃ এর নিচে কার্প জাতীয় রুই, কাতল ও মৃগেল মাছ রাখার অপরাধে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত এইসব মাছ মানিকছড়ি মহিলা মাদ্রাসায় দান করা হয় ।

অভিযানের নেতৃত্ব প্রদান করেন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন রাঙামাটি কেন্দ্রের ব্যবস্থাপক লে. কমান্ডার (নৌ-বাহিনী) মো. তৌহিদুল ইসলাম।

অভিযানে অংশ নেন, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফাতেমাতুজ জোহরা উপমা, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন রাঙামাটি কেন্দ্রের উপ-ব্যবস্থাপক মো. শরিফুল ইসলাম, ফিশ কালচারিস্ট মোঃ ইসরাঈল হক এবং নৌ-পুলিশসহ আরও অনেকে ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন