রাঙ্গামাটিতে সপ্তাহব্যাপী অফিস ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি

12-01-16

স্টাফ রিপোর্টার:
রাঙ্গামাটিতে সপ্তাহব্যাপী অফিস ব্যবস্থাপনা ও আইটি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী হয়েছে। কার্য্যালয়ের দাপ্তরিক কর্মকান্ডকে স্বল্প সময়ে সম্পন্ন করতে এবং মাইক্রোসফট অফিস, ইন্টারনেট ও ই-মেইল এর ব্যবহারসহ দক্ষতা বৃদ্ধির বিভিন্ন কৌশল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

মঙ্গলবার রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে বিভিন্ন পদের ২৫ জন সরকারি, বেসরকারি কর্মকর্তা, কর্মচারীদের এ প্রশিক্ষণ প্রদান করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা উপস্থিত ছিলেন। এ সময় পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন, নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা আবদুল মনসুর চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পরিষদ চেয়ারম্যান বলেন, প্রশিক্ষণে অর্জিত অভিজ্ঞতা গুলোকে প্রতিষ্ঠান ও জনগণের উন্নয়নের কাজে লাগাতে হবে। আমরা এ প্রতিষ্ঠানে যে যেই দায়িত্বেই থাকিনা কেন সবাই একই পরিবারের সদস্য মনে করে কাজ করতে হবে এবং যতদিন আছি নিষ্ঠার সাথে কাজ করে যেতে হবে। তিনি সপ্তাহব্যাপী প্রশিক্ষণের সফলতা কামনা করে বলেন, অফিস ব্যবস্থাপনাকে আরো বেগবান করতে আগামীতে আরোএ ধরনের প্রশিক্ষণ প্রদান করা হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন