রাঙ্গামাটিতে স্বাস্থ্য সেবা বৃদ্ধির জন্য চিকিৎসা সরঞ্জাম তুলে দিলেন দীপংকর

fec-image

রাঙ্গামাটিতে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের স্বাস্থ্যসেবা বৃদ্ধি করতে রাঙ্গামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসার হাতে চিকিৎসা সরঞ্জাম তুলে দিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার।

রবিবার (১২ জুলাই) সকালে রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এর বাসভবনে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান উপ-কমিটির পক্ষ থেকে এই চিকিৎসা তুলে দেয়া হয়।

এসময় খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, করোনাকালে মানুষের জীবন-জীবিকা রক্ষায় প্রতিনিয়িত নিযোজিত এবং যতটুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তাই করোনাকালে মানুষের স্বাস্থ্সেবা বৃদ্ধি করার জন্য রাঙ্গামাটি জেলা স্বাস্থ্য বিভাগকে এ সরঞ্জাম প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন,রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস, রাঙ্গামাটি, সিভিল সার্জন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন