রাঙ্গামাটিসহ দেশের ১০ কলেজে বাস উপহার দিলেন প্রধানমন্ত্রী

13501697_1746642798914451_4654008364136900547_n

নিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের যাতায়াত সমস্যা দূর করতে রাঙ্গামাটিসহ ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে ১০টি বাস হস্তান্তর করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০টি স্কুলবাস উপহার দিয়েছে বাংলাদেশের ইফাদ অটোজ লিমিটেড এবং ভারতের অশোক লেল্যান্ড লিমিটেড।

পরে প্রধানমন্ত্রী রাঙ্গামাটিসহ দেশের বিভিন্ন স্থানের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানকে এসব বাস প্রদান করেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো-রাঙ্গামাটি পাবলিক কলেজ, রংপুর সরকারি কলেজ, দিনাজপুর সরকারি কলেজ, সরকারি বঙ্গবন্ধু কলেজ, প্রয়াস (বিশেষায়িত স্কুল), নেত্রকোণা সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ, কুড়িগ্রাম সরকারি কলেজ, সরকারি এম.এম কলেজ ও কক্সবাজার সরকারি কলেজ।

আজ শনিবার দুপুরে গণভবনে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর কাছে এসব বাসের চাবি হস্তান্তর করেন ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু। পরে প্রধানমন্ত্রী রাঙ্গামাটিসহ ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের হাতে এসব গাড়ির চাবি হস্তান্তর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, সেনাবাহিনী
প্রধান জেনারেল আবু বেলাল মো. শফিউল হক, ইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানজির আহমেদ, ইফাদ অটোজ লিমিটেডের এমডি তাসকিন আহমেদ ও পরিচালক তাফসিল আহমেদ।

বাস হস্তান্তরের পর প্রধানমন্ত্রী তার বক্তৃতায় ইফাদ গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই বাসগুলো শিক্ষার্থীদের যাতায়াতকে আরও সহজ করবে। তারা আরও ভালোভাবে পড়াশোনা করতে পারবে। এ ধরনের কর্মকাণ্ডে ইফাদ গ্রুপের মতো অন্যান্য ব্যবসায়ী গোষ্ঠী এগিয়ে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি এক অনুষ্ঠানে দেশের বিত্তবানদের রাজধানীর যানজট নিরসন এবং শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াতের সুবিধার্থে শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল বাস দেওয়ার আহ্বান জানান। তাতে সাড়া দিয়ে প্রধানমন্ত্রীকে ১০টি বাস দেওয়ার সিদ্ধান্ত নেয় ইফাদ অটোজ লিমিটেড। এসব বাসের প্রতিটির আসন সংখ্যা ৩৬টি।

শিক্ষা সচিব সোহরাব হোসেন অনুষ্ঠান পরিচালনা করেন। অনুষ্ঠানে ইফাদ গ্রুপ চেয়ারম্যান প্রয়াস বিশেষায়িত স্কুলের জন্য আরেকটি বাস দানের ঘোষণা দেন।

উল্লেখ্য, ২০১৫ সালের শুরুতেই রাঙ্গামাটি থেকে বদলি হয়ে যাওয়া জেলার সাবেক জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামালের ঐকান্তিক প্রচেষ্ঠায় প্রতিষ্ঠিত হওয়া রাঙ্গামাটি পাবলিক কলেজ এর জন্য এবার বাস বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাঙ্গামাটির শহরতলি আসামবস্তি নারকেল বাগান এলাকায় রাঙ্গামাটি পাবলিক কলেজের ভবন নির্মাণের কাজ চলছে। বর্তমানে অস্থায়ী ক্যাম্পাসে পাঠদান কার্যক্রম চালাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন