রাজস্থলীতে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

fec-image

‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’ এই প্রতিপাদ্য নিয়ে রবিবার (১২ ডিসেম্বর) রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যােগে সকাল ৭ টায় জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ পালিত হয়।

এছাড়া সকাল ১০ টায় উপজেলা পরিষদ হতে বিভিন্ন দিক প্রদক্ষিণ করে সামাজিক দূরত্ব বজায় রেখে র‌্যালী অনুষ্ঠিত হয়।র‍্যালীর পর উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের সুফল দেশের ১৮ কোটি মানুষ পাচ্ছে।

তিনি আরও বলেন, ২০০৮ সালের ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের রূপকল্প ঘোষণা করেন। নবম জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব লাভের পর ডিজিটাল বাংলাদেশের রূপকল্পের  সুফল পাচ্ছে দেশের জনগণ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, থানা ভারপ্রাপ্ত কর্মর্কতা ওসি মফজল আহমদ খান, ডাঃ রুইহলাঅং মারমা, কৃষি অফিসার মাহবুব আলম, সাংবাদিক আজগর আলী খান, চাউচিং মারমা, হারাধন কর্মকার সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ছিলেন। আলোচনা সভার পর রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন