রাজস্থলীতে ম্যালেরিয়ার প্রকোপ: হাসপাতাল পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান

20150711_123656
রাজস্থলী প্রতিনিধি:
রাঙামাটির রাজস্থলী উপজেলায় ফের ম্যালেরিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত কয়েক সপ্তাহে অন্তত ১২০ জনের দেহে ম্যালেরিয়ার জীবাণু পাওয়া গেছে। হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ ঔষধ থাকার কথা স্বীকার করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে আক্রান্তের হার বেসরকারীভাবে আরো বেশি বলে দাবী স্থানীয়দের।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাবের রক্ত পরীক্ষা গত কয়েক সপ্তাহ কমপক্ষে ১২০ জন রোগীর দেহে ম্যালেরিয়ার জীবাণু পাওয়া গেছে। আক্তান্তদের বেশিরভাগ হত দরিদ্র শ্রেণীর মানুষ।

এদিকে ম্যালেরিয়া রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালে সিটের সংকট দেখা দিয়েছে। রোগীদের গাদাগাদি করে রাখা হয়েছে। এতে রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়রা বলেছেন, ম্যালেরিয়া জোনখ্যাত রাজস্থলী উপজেলায় গেল বছর ম্যালেরিয়া আক্রান্তের হার মোটামুটি কমে গিয়েছিল। বছর বর্ষা শুরু হওয়ার পর থেকে আশঙ্কাজনক হারে এ এলাকায় ম্যালেরিয়া রোগীর সংখ্যা বেড়ে যায়। বাসা বাড়িতেও এখন মশার উপদ্রপ বেড়েছে। মূলত মশার উপদ্রপ থেকে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বেড়েছে বলে জানান, কর্তব্যরত চিকিৎসক ডাঃ কবির হোসেন।

জানা গেছে, বেসরকারী সংস্থা ব্র্যাকের উদ্যোগে গত বছর স্থানীয়দের মাঝে মশারী বিতরণ করা হয়। এর পর এ উপজেলায় আশাতিত ভাবে ম্যালেরিয়া আক্রান্তের হার কমে এসেছিল। তবে ইদানিং ম্যালেরিয়া আক্রান্তের হার আশংকাজনকভাবে বেড়ে গেছে।

সরেজমীনে পরিদর্শনে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও চিকিৎসক চেম্বার গুলোতে প্রচুর রোগীর ভীড় দেখা গেছে। যাদের বেশির ভাগই নারী ও শিশু রোগী। চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমসিম খেতে হচ্ছে চিকিৎসকদের। একই অবস্থা রোগী ভর্তি ওয়ার্ডগুলোতে। এই খবর দ্রুত ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক উপজেলা চেয়ারম্যান উথিনসিন মারমা, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ক্রয়সুইউ মারমাসহ উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ হাসপাতাল পরিদর্শন করে আগত রোগীদের সু-চিকিৎসা দেওয়ার জন্য চিকিৎসকদের পরামর্শ দেন।

স্থানীয় ডাক্তার জানান, হঠাৎ করে ম্যালেরিয়া রোগীর সংখ্যা বেড়ে যাওয়াতে অন্যান্যরোগীদের সিট বরাদ্দ না থাকায় ফ্লোরে রোগীদের রাখা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment
আরও পড়ুন