রাঙামাটিতে বিজিবির আন্তঃসেক্টর তায়কোয়ান্ডো প্রতিযোগিতা শুরু

bgb-1

ফাতেমা জান্নাত মুমু:
রাঙামাটিতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির তিনদিন ব্যাপী আন্তঃসেক্টর তায়কোয়ান্ডো প্রতিযোগিতা শুরু হয়েছে।

রবিবার সকালে রাঙামাটি ২২ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ শওকত ওসমান চট্টগ্রাম দক্ষিণ পূর্ব রিজিয়ন আন্তঃসেক্টর তায়কোয়ান্ডো প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় ২২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বরকলের অধিনায়ক লেঃ কর্নেল আলাউদ্দিন আল মামুনসহ বিজিবির পদস্থ কর্মকর্তা ও বিভিন্ন সেক্টরের বিজিবির সৈনিকগণ উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্রে জানা গেছে, তিন দিন ব্যাপী আন্তঃসেক্টর তায়কোয়ান্ডো প্রতিযোগিতা বিজিবি চট্টগ্রাম দক্ষিণ পূর্ব রিজিয়নের অধীনে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, গুইমারা ও কক্সবাজার সেক্টরের ১৬জন করে মোট ৮০ জন প্রতিযোগী প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশ নিচ্ছে।

এ প্রতিযোগিতা চলবে আগামী ১৪ জুলাই পর্যন্ত।

Print Friendly, PDF & Email
Facebook Comment
আরও পড়ুন