রামগড়ে ২টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

fec-image

বায়ু দুষণরোধে হিউম্যান রাইটস এবং পিস ফর বাংলাদেশ এর হাইকোর্টে দায়ের করা রিট মামলার আলোকে রামগড়ের ২টি অবৈধ ইটেরভাটা স্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (২২ এপ্রিল) রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাতের পরিচালনায় ভ্রাম্যমান আদালত উপজেলার প্রত্যন্ত এলাকা দাঁতারাম পাড়ায় অবিস্থত মেঘনা-২ ও জনতা নামে দুটি ইটের ভাটা ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়।

এ সময় অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দীনসহ পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত বলেন, মহামান্য হাইকোর্ট বিভাগের নির্দেশনা প্রতিপালন না করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ ও সংশোধিত ২০১৯ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক অবৈধ ইটের ভাটা দুটির চিমনি ও চুল্লী ভেঙ্গে স্থায়িভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

তিনি আরও জানান, রামগড় উপজেলার অপর ৭টি ইটেরভাটার ব্যাপারে হাইকোর্টে দায়ের করা রিটের আদেশের ওপর স্থগিতাদেশ থাকায় এগুলোর ব্যাপারে ভ্রাম্যমান আদালত কোন ব্যবস্থা নেননি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন