রামুতে এমপি কমলের ওসমান ভবনে মেয়র নাছির সংবর্ধিত

a z m nasir&mp kamol-1 (1) copy

নিজস্ব প্রতিনিধি:
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিনের আগমনে মুখরিত হয়ে উঠেছে রামু। কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের আমন্ত্রণে রামু আসেন বীর চট্টলার বীর পুরুষ খ্যাত বিপুল ভোটে নির্বাচিত নগর পিতা আ জ ম নাছির উদ্দিন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টার দিকে মেয়র আ জ ম নাছির উদ্দিন রামু ওসমান ভবনে পৌঁছুলে তাঁকে স্বাগত জানান আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরে তাঁর সম্মানে আয়োজিত প্রীতিভোজে অংশ নেন মেয়র আ জ ম নাছির উদ্দিন।

প্রীতিভোজ শেষে সাংসদ কমলের সাথে দীর্ঘক্ষণ আলাপ করেন চট্টগ্রামের নগর পিতা নাছির। পরে তিনি একে একে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সরকারী-বেসরকারী কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট একেএম আহমদ হোছাইন, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, আওয়ামী কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক রেজাউল করিম, রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম, রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মজিদ, কক্সবাজার পৌর আওয়ামীলীগ সভাপতি মুজিবুর রহমান চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা আবু হেনা মোস্তফা কামাল, মুক্তিযোদ্ধা মাষ্টার ফরিদ আহমদ, খুনিয়া পালং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মাবুদ, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন কোম্পানি, রাজারকুল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান জাফর আলম চৌধুরী, চাকমারকুল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবুল হোসেন কোম্পানি, নুরুল ইসলাম নুরু, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম চৌধুরী, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক মাহামুদুল হক মাদু।

এতে আরো উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হামিদা তাহের, যুব মহিলা আওয়ামীলীগ সভানেত্রী আয়েশা সিরাজ, নাট্য ও সাংস্কৃতিক সংগঠন সমস্বরের সভাপতি তানভির সরওয়ার রানা, মক্কা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক আজিজ, রামু উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি নুরুল কবির হেলাল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক রুস্তম আলী চৌধুরী, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি ইউনুছ খান, সাংসদ কমলের একান্ত সহকারী মো. মিজানুর রহমান, ব্যক্তিগত সহকারী মো. আবু বক্কর ছিদ্দিক, জেলা যুবলীগ নেতা পলক বড়–য়া আপ্পু, মৎসজীবিলীগের সহ-সভাপতি আনছারুল হক ভুট্টো, ব্যবসায়ি মো. ইদ্রিস আহমদ সিআইপি, শফিকুল ইসলাম, ফতেখাঁরকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আজিজুল হক আজিজ, উপজেলা ছাত্রলীগ নেতা রাশেদ আলী, সাদ্দাম হোসেন ও হোছাইন মাহমুদ রিফাত প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন