রামুতে কৃষক সংগঠনের বাজার সংযোগ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

ramu pic uao 09.3

নিজস্ব প্রতিনিধি:

রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের মনিরঝিল গ্রামে কৃষক সংগঠনের বাজার সংযোগ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট (আইএফএমসি) প্রকল্পের আওতায় রামু উপজেলা কৃষি অফিস এ প্রশিক্ষণের আয়োজন করে। গত বুধবার বিকাল ৩ টায় এ প্রশিক্ষণের উদ্বোধন করেন রামু উপজেলা কৃষি অফিসার আবু মাসুদ সিদ্দিকী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএমসি প্রকল্পের চট্টগ্রাম অঞ্চলের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আ ন ম মিজানুর রহমান, উপসহকারী কৃষি অফিসার আকবর হোসেন সিদ্দিকী, প্রশিক্ষণ প্রাপ্ত বিজনেজ ফোকাল পারসন শাহেদুল ইসলাম, হারেছা বেগম, রুমানা আক্তার রুমি এবং কৃষক সংগঠনের পয়ত্রিশ জন কৃষক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার আবু মাসুদ সিদ্দিকী বলেন, কৃষি পণ্যের ন্যায্য মূল্য পেতে এ প্রশিক্ষণ কৃষকদের সহায়তা করবে। এ প্রশিক্ষণের আওতায় কৃষকরা আট সপ্তাহে আটদিন প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং এতে তারা কৃষি পণ্য একত্রিকরণ ও বাজারজাতকরণের ধারণা পাবেন। উদ্বোধন শেষে প্রশিক্ষণপ্রাপ্ত বিজনেজ ফোকাল পারসনগন প্রশিক্ষণ কর্যক্রম শুরু করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন