রামুতে ক্রিস্টাল মেথ ও ইয়াবাসহ আটক-২

fec-image

৩০ বিজিবি’র সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ১ কেজি ক্রিস্টাল মেথ(আইস) ও ৫০ হাজার ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) আটকের বিষয়টি নিশ্চিত করেন ৩০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল ইব্রাহীম ফারুক।

তিনি বলেন, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রামুর কলঘর বাজারে ক্রিস্টাল মেথ আইস কেনাবেচা হবে। ওই সংবাদের ভিত্তিতে মরিচ্যা চেকপোস্টের সুবেদার মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গমন করে। ক্রিস্টাল মেথ (আইস) বেচাকেনা করার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একজন মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে। পরে বিজিবি সদস্য সোহেল রানা ধৃত করলে স্থানীয়দের সহযোগিতায় রামু চাকমারকুল এলাকার গোলাম আকতার চৌকিদারের ছেলে মো. নূরুল আলম (৩৫) কে আনুমানিক ৫কোটি টাকা মূল্যের এক কেজি ক্রিস্টাল মেথ(আইস) সহ আটক করতে সক্ষম হয়। এসময় একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়।

বিজিবি অধিনায়ক আরও জানান, মঙ্গলবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুতুপালং থেকে কক্সবাজারগামী একটি সিএনজি যোগে প্রচুর পরিমান ইয়াবা পাচার হবে বলে খবর পাওয়া যায়। তথ্যের ভিত্তিতে মরিচ্যা চেকপোস্টে তল্লাশি চৌকিতে কক্সবাজারগামী সিএনজি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে প্রথমে কিছু পায়নি বিজিবি সদস্যরা। পরে ডগ স্কোয়াড় দ্বারা তল্লাশি চালিয়ে সুকৌশলে লুকানো অবস্থায় আনুমানিক দেড় কোটি টাকার ৫০হাজার পিস ইয়াবাসহ খরুলিয়ার ডিংগাপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে সিএনজি চালক জসিম উদ্দিন(৩৫) কে আটক করতে সক্ষম হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানা যায়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন