রামুতে যোগাযোগ ও পরিকলাপনা মন্ত্রীর বৌদ্ধ বিহার পরিদর্শন

ramu-pic-01

রামু প্রতিনিধি:
বাংলাদেশ সরকারের যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের ও পরিকল্পনামন্ত্রী আ হ মোস্তফা কামাল  (লোটাস কামাল) বলেন, পুরাকীর্তি সমৃদ্ধ এলাকা রামুসহ কক্সবাজারের যোগযোগ ব্যবস্থা ও পর্যটন উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে বর্তমান সরকার উন্নয়নের মাষ্টারপ্লান ঘোষণা করেছে।  ২৩ মে শুক্রবার কক্সবাজারের রামুর অন্যতম পর্যটন কেন্দ্র উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র ও রামু কেন্দ্রীয় সীমা বিহার পরিদর্শনকালে তারা এ কথা বলেন। 

প্রথমে  তাঁরা বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে ১০০ ফুট সিংহ শয্যা বিশিষ্ট গৌতম বুদ্ধ মুর্তি পরিদর্শনে আসলে পরিচালক ও বিহার অধ্যক্ষ করুনাশ্রী থের তাদেরকে স্বাগত জানান। এসময় উপস্থিত ছিলেন রামু কক্সবাজারের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, জেলা প্রশাসক মো, রুহুল আমিন, ও বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইসিবি এর মেজর জেনারেল আব্দুল কাদের, ব্রিগেডিয়ার জেনারেল সাইফুর রহমান পিএসসি, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ওহাব, ব্রিগেডিয়ার জেনারেল এফ এম জাহিদ হোসেন, ব্রিগেডিয়ার সাজ্জাদ হোসেন, লেঃ কর্নেল এস এম ফয়সাল, লেঃ কর্ণেল আরিফ উদ্দিন মাহমুদ, লেঃ কর্ণেল আহমেদ জামিউল ইসলাম পিএসপি, লেঃ কর্ণেল হাবিবুল হক, লেঃ কর্ণেল সাইফুল ইসলাম পিএসসি, লেঃ কর্ণেল নুর হোসেন পিএসসি, লেঃ কর্ণেল জাকির হোসেন, লেঃ কর্ণেল ওসমান সরওয়ার পিএসসি, লেঃ কর্ণেল আনোয়ার পিএসসি, লেঃ কর্ণেল মাহফুজুর রহমান, লেঃ কর্ণেল রবিউল আলম পিএসসি, মেজর রাসেদুর রহমান পিএসসি, মেজর এ এস এম তৌহিদুল ইসলাম পিএসসি।        

 সেখানে তারা বিহার পরিচালনা কমিটি ও স্থানীয়দের সাথে মতবিনিময় করেন। সেনাবাহিনীর পক্ষ থেকে অতিথি বৃন্দকে ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর সহিংসতার পরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বিহারের সংস্কার ও পূণর্গঠনের সার্বিক কর্মকান্ডের তথ্য চিত্র তুলে ধরেন সেনাবাহিনীর  মেজর কামরুজ্জামান সোহেল। এসময় ভাবনা কেন্দ্রের পরিচালক করুনাশ্রী থের মন্ত্রীরসহ আগত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে সহিংসতার শিকার বৌদ্ধ বিহার সূমহ দৃষ্টিন্দন বৌদ্ধ বিহার পূণ প্রতিষ্ঠা করায় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কতৃজ্ঞতা জানান।

তিনি দেশের বৃহত্তম ভূবন শান্তি ১০০ ফুট  সিংহশয্যা গৌতম বুদ্ধমুর্তি ও বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের নিরাপত্তার স্বার্থে সীমানা প্রাচীরের প্রয়োজনীয়তা কথা তুলে ধরেন। এব্যাপারে মন্ত্রীগন স্থানীয় এমপি সাইমুম সরওয়ার কমলের মাধ্যমে পরিকল্পনা মন্ত্রনালয়ে প্রকল্প জমা দিলেই শীঘ্র বাস্তাবায়নের আশ্বাস দেন। পরে মন্ত্রীগন পূণনির্মিত রামু কেন্দ্রীয় সীমা বিহার পরিদর্শন  করেন। 

এসময় বিহার অধ্যক্ষ পন্ডিত সত্যপ্রিয় মহাথের তাঁদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময়কালে যোগাযোগ মন্ত্রী ওবাইদুল কাদের পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র শারীরিক অবস্থার খবরা খবর নেন। এসময় উপস্থিত বৌদ্ধ নেতৃবৃন্দ  অসুস্থ ধর্মীয় গুরুকে আজ উন্নত চিকিৎসার জন্য ভারতে পাাঠানোর বিষয় অবগত করলে মন্ত্রী অর্থিক সহায়তা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তরুণ বড়ুয়া, শীলপ্রিয় ভিক্ষু, প্রজ্ঞানন্দ ভিক্ষু,  অরুপ বড়ুয়া কালু মেম্বার, সাংবাদিক দর্পণ বড়ুয়া, রামু উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়ুয়া, অলক বড়ুয়া, ব্যোমকেশ  বড়ুয়া, পলক বড়ুয়া আপ্পু, সাংবাদিক খালেদ হোসেন টাপু, মানবাধিকার কর্মী সুরেশ বড়ুয়া বাঙ্গালী প্রমুখ।                                   

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন