রামুতে ২১ আগস্ট স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

fec-image

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি, বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালের ২১ আগস্ট বর্বোরোচিত গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে রামুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রামু উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহ সোমবার (২২ আগস্ট) বিকালে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের ওসমান সরওয়ার আলম চৌধুরী মিলনায়তনে এ সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। তিনি বলেন- বর্বোরোচিত এ বোমা হামলায় মহিলা আওয়ামী লীগ সভাপতি বেগম আইভি রহমানসহ ২৪ জন শহীদ হয়েছেন। ১৫০ জনের মতো পঙ্গু অবস্থায় এবং তিন শতাধিক নেতাকর্মী এখনো আহত অবস্থায় জীবন যাপন করছেন। তিনি আরো বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষ ভালো ও নিরাপদ থাকে। মানুষের মঙ্গলের জন্য আগামীতেও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাফর আলম চৌধুরী চেয়ারম্যান, কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক কায়ছারুল হক জুয়েল।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, প্রবীন আওয়ামী লীগ নেতা গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন চাকমারকুল ইউনিয়ন ওলামা লীগের সভাপতি মাওলানা আহমেদ মুসা।

ফতেখাঁরকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আজিজুল হক আজিজ মেম্বার ও জেলা তাঁতীলীগের সহসভাপতি আনচারুল হক ভুট্টোর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রবীন আওয়ামী লীগ নেতা ছিদ্দিক আহমদ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) রামুর সভাপতি মাস্টার মোহাম্মদ আলম, রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, কক্সবাজার জেলা পরিষদের সাবেক সদস্য নুরুল হক, রাজারকুল ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান, রাজারকুল ইউনিয়নের আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম সিকদার, কাউয়ারখোপের সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমদ, রামু উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক নবীউল হক আরকান, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মিজানুল হক রাজা, মৎসজীবি লীগের সভাপতি সুযশ বড়ুয়া টাপু, কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক এম. সেলিম, রামু উপজেলা ছাত্রলীগের আহবায়ক তসলিম উদ্দিন সোহেল, যুগ্ম আহবায়ক এনামূল হক রিয়াদ, তারেক উদ্দিন মিশু, ঈমাদ সিকদার, বঙ্গবন্ধু ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিয়াদ, রামু কলেজ ছাত্রলীগ নেতা জাহেদুল কামাল, জোয়ারিয়ানালা ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইনজামাম আহমেদ রামিম প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন