রামু উপজেলাকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলা হবে- উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম

IMG_6800 copy

রামু প্রতিনিধি :
কক্সবাজারের রামুতে নগর উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে “ প্রিপারেশন অব ডেভেলপমেন্ট প্ল্যান ফর ফোরটিন উপজেলাস” শীর্ষক এক কর্মশালা মঙ্গলবার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

নগর উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প পরিচালক শাহীন আহম্মেদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বেগম সেলিনা কাজী, জেলা আওয়ামীলীগ নেতা জাফর আলম চৌধুরী, আবুল হোসেন কোম্পানী, ভাইস চেয়ারম্যান আলী হোসেন, উপজেলা সহকারি কমিশনার ভূমি মোহাম্মদ মাহববুউল করিম, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, রামু প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম সেলিম, গর্জনিয়ার চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী, জোয়ারিয়ানালার চেয়ারম্যান এস এম নুরুচ্ছাফা, রশিদ নগরের চেয়ারম্যান আব্দুল করিম, দক্ষিণ মিঠাছড়ির চেয়ারম্যান সাইফুল আলম, ঈদগড়ের চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো, রামু কেন্দ্রীয় সীমা বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তরুণ বড়ুয়া, নারী নেত্রী মনোয়ারা ইসলাম নেভী প্রমুখ।

এসময় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেন, জনগণের জীবন মান উন্নয়ন তরান্বিত করতে সরকার রামু উপজেলাকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার সিন্ধান্ত নিয়েছে। এজন্য দীর্ঘ মেয়াদী ভৌত পরিকল্পনার মাধ্যমে সরকারি-বেসরকারি খাতের উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন