রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ওসমান গনির ইন্তেকাল

OSMAN GANI, RAMU 01.01.16

রামু প্রতিনিধি:
রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ওসমান গনি (৭৫) শুক্রবার বিকাল সাড়ে তিনটায় চট্টগ্রামের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে রেখে গেছেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

ওসমান গনি রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের দক্ষিন দ্বীপ ফতেখাঁরকুল গ্রামের মৃত এমদাদুল হকের ছেলে। তবে তিনি দীর্ঘদিন জোয়ারিয়ানালা ইউনিয়নের পূর্ব জোয়ারিয়ানালা গ্রামে বসবাস করে আসছিলেন। ওসমান গনির দ্বিতীয় ছেলে মো. এহসান শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড কক্সবাজার শাখার ব্যবস্থাপক। সকলের প্রিয় ও আদর্শ শিক্ষক ওসমান গনির ইন্তেকালে সহকর্মী শিক্ষক এবং হাজারো শিক্ষার্থীদের মাঝে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০ টায় রামু কেন্দ্রিয় জামে মসজিদ মাঠে এবং সকাল ১১ টায় জোয়ারিয়ানালা এইচএম সাঁচি উচ্চ বিদ্যালয় মাঠে ২য় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন