রাসুল (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ঈদগাঁওতে মুসল্লিদের বিক্ষোভ ও মানববন্ধন

fec-image

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে।

‘আমার নবীর অপমান, সইবেনা আর মুসলমান’ সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে ঈদগাঁও বাজারের অলিগলিসহ পুরো বাস স্টেশন। এসময় বিক্ষোভকারীরা ভারতীয় পণ্য বর্জনের ঘোষণাও দেন।

শুক্রবার (১০ জুন) জুমার নামাজ শেষে ঈদগাঁওর বিভিন্ন মসজিদ থেকে মিছিল সহকারে মুসুল্লিরা বাস স্টেশন জড়ো হয়। সেখান থেকে একযোগে বিক্ষোভ মিছিল বের হয়ে মহাসড়ক সড়ক প্রদক্ষিণ করে। মিছিল পরবর্তী বিক্ষোভকারীরা মানববন্ধন ও এক সংক্ষিপ্ত সমাবেশ করে। তারা এসময় ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার বিরুদ্ধে স্লোগান দেন।

বক্তারা বলেন, আজকে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসুল (সা.) কে নিয়ে জঘন্য মিথ্যাচার করেছে ইসলাম বিদ্ধেষী বিজেপির দুই নেতা। এর প্রতিবাদে বিশ্বজুড়ে মুসলমানরা জেগে উঠেছে।

পবিত্র কোরআনের ঘোষণা অনুযায়ী রাসুল (সা.) কে নিয়ে কেউ কটূক্তি করলে সে ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশের সকল মুসলমানদের ভারতের পণ্য বর্জন করার আহ্বান জানান।

তারা আরও বলেন, এ বিষয়ে বাংলাদেশ সরকার যাতে নিজের অবস্থান পরিষ্কার করেন সে দাবিও তুলেন ।

 

 

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন