রিয়াদ বা জেদ্দায় শীর্ষ বৈঠকে মিলিত হচ্ছে যুক্তরাষ্ট্র-ইউক্রেন


রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে শান্তি চুক্তির কাঠামো নিয়ে আলোচনা করতে সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে শীর্ষ বৈঠক হতে যাচ্ছে। আগামী সপ্তাহে রিয়াদ বা জেদ্দায় এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন। গত সপ্তাহে হোয়াইট হাউজে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উত্তপ্ত আলোচনার পর এই বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার হোয়াইট হাউজের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে উইটকফ বলেন, ‘আমরা রিয়াদ বা জেদ্দায় ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছি। শান্তি চুক্তির কাঠামো এবং প্রাথমিক যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে।’ তিনি জানান, বৈঠকের স্থান এখনও চূড়ান্ত হয়নি, তবে এটি সৌদি আরবেই হবে।
জেলেনস্কিও সৌদি আরবে যাওয়ার কথা জানিয়েছেন। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় এক ভাষণে বলেন, ‘আমি সৌদি আরবে যাচ্ছি যুবরাজের সঙ্গে দেখা করতে। এরপর আমার দল সেখানে থেকে যাবে এবং যুক্তরাষ্ট্রের অংশীদারদের সঙ্গে কাজ করবে। ইউক্রেন শান্তি চাইছে।’
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র-ইউক্রেন বৈঠক আয়োজনের সম্ভাবনাকে স্বাগত জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘লোহিত সাগরের শহর জেদ্দায় এই আলোচনা অনুষ্ঠিত হবে। ইউক্রেন সংকটের স্থায়ী শান্তি অর্জনে সৌদি আরবের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

















