দশ বছরের নিরাপত্তা চুক্তি করলো ইউক্রেন ও ফিনল্যান্ড

fec-image

ইউক্রেন ও ফিনল্যান্ড দশ বছরের নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে। বুধবার (৩ এপ্রিল) ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ফিনিশ প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাব এই চুক্তি স্বাক্ষর করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ফিনিশ প্রেসিডেন্টের ইউক্রেন সফরে এই চুক্তি স্বাক্ষর হলো। এই চুক্তির আওতায় দুই দেশের নিরাপত্তা সহযোগিতা ও দীর্ঘমেয়াদি সহযোগিতা বাড়বে।

এই চুক্তিতে আরও কিছু বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। রাজনৈতিক সমর্থনের পাশাপাশি ইউক্রেনের প্রতিরক্ষা ও নিরাপত্তা এবং সংস্কার পুনর্গঠনে সহযোগিতা করবে ফিনল্যান্ড।

ফিনিশ প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, ইউক্রেনকে দীর্ঘমেয়াদে সহযোগিতায় ফিনল্যান্ডের প্রতিশ্রুতির প্রমাণ এই দশ বছর মেয়াদি চুক্তি।

স্টাব জেলেনস্কিকে বলেছেন, আরেকটি সহযোগিতা প্যাকেজের আওতায় ইউক্রেনকে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করবে ফিনল্যান্ড। এর আনুমানিক মূল্য হলে ১৮৮ মিলিয়ন ইউরো।

এই নতুন প্যাকেজের ফলে ২০২২ সাল থেকে ইউক্রেনকে দেওয়া দেশটির সহযোগিতা দাঁড়াবে প্রায় ২ বিলিয়ন ইউরো।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইউক্রেন, নিরাপত্তা চুক্তি, ফিনল্যান্ড
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন