ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল রুশ জেনারেলের

fec-image

দক্ষিণ-পূর্ব ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের বন্দরনগরী বারদিয়ানস্কে রুশ সামরিক কমান্ডারদের আবাসস্থল একটি হোটেলে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। সে হামলায় একজন সিনিয়র রুশ জেনারেল নিহত হয়েছেন। নিহত ওই রুশ জেনারেলের নাম লেফটেন্যান্ট জেনারেল ওলেগ সোকভ। খবর বিবিসি

জেনারেল সোকভ রাশিয়ার দক্ষিণ সামরিক জেলার ডেপুটি কমান্ডার ছিলেন। তিনি গত বছরের সেপ্টেম্বরে অধিকৃত পূর্ব ইউক্রেনের সোয়াতোভ এলাকায় রাশিয়ার ১৪৪তম মোটরাইজড ইনফ্যান্ট্রি ডিভিশনের নেতৃত্ব দেওয়ার সময় আহত হয়েছিলেন। এরপর সুস্থ হয়ে ‍যুদ্ধে অংশগ্রহণ করতে ইউক্রেন যান তিনি।

জেনারেল সোকভের মৃত্যুর বিষয়টি এখনো নিশ্চিত করেনি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে রুশ যুদ্ধবিষয়ক চ্যানেলগুলো তার মৃত্যুর বিষয়টি ফলাও করে প্রচার করেছে বলে জানিয়েছে বিবিসি।

রাশিয়ার রাষ্ট্র পরিচালিত রাশিয়া-১ চ্যানেলের টকশো উপস্থাপক স্কাবেয়েভা বলেন, ‘যুক্তরাজ্যের দেওয়া স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্রের আঘাতে ওলেগ সোকভ মারা গেছেন।’

গত মঙ্গলবার আরেক টিভি অনুষ্ঠানে রুশ এমপি ও অবসরপ্রাপ্ত জেনারেল আন্দ্রেই গুরুলিভ জানান, সম্প্রতি ইউক্রেনে যান জেনারেল ওলেগ সোকভ। তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত, তিনি বীরত্বের সঙ্গে মারা গেছেন। তিনি অনেক সম্মানের দাবিদার।’

এদিকে জেনারেল ওলেগ সোকভের মৃত্যুর বিষয়টি ইউক্রেনের কর্মকর্তারাও বেশ জোর দিয়ে দাবি করে আসছেন।

ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাতে বিবিসি জানায়, ইউক্রেনের আক্রমণে জেনারেল ওলেগ সোকভ নিহত হয়েছেন। আজভ সাগরের উপকূলে বারদিয়ানস্ক শহরের রাশিয়ান সামরিক কমান্ডারদের থাকার হোটেলে হামলা চালিয়ে সেটি ধ্বংস করে দেওয়া হয়। এ হামলায় তিনি মারা যান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইউক্রেন, ক্ষেপণাস্ত্র হামলা, রুশ জেনারেল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন