লক্ষীছড়ি মডেল উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রতীক নিয়ে প্রচারণায় প্রার্থীরা

লক্ষীছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: সারওয়ার ইউসুফ জামাল জানান, অভিভাবক সদস্য পদে মোট ৮ জন মনোনয়ন পত্র জমা দেন। এর মধ্যে দাতা সদস্য পদে একজন ও মহিলা সংরক্ষিত পদে একাধিক প্রার্থী না হওয়ায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এদিকে অভিভাবক সদস্য পদে স্বপন কুমার চাকমার প্রার্থীতা প্রত্যাহার করলেও বাকি বাকি পাঁচ জন প্রার্থী থেকে চার জন অভিভাবক সদস্য নির্বাচিত করার লক্ষ্যে ভোটের সকল আয়োজন করা হয়েছে। আগামী ৭ অক্টোবর পর্যন্ত ভোট গ্রহণ চলবে। প্রার্থীরা হলেন, নিছাই প্রু মেম্বার (মাছ), মো: রেজাউল করিম মোরগ), নিলবর্ণ চাকমা(ছাতা), মো: শাহজাহান শেখ(চাকা) ও সত্য প্রিয় চাকমা(চেয়ার) প্রতীক নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও দাতা সদস্য পদে মো: ফোরকান হাওলাদার ও মহিলা সংরক্ষিত পদে সন্ধা রানী চাকমা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শিক্ষক প্রতিনিধি হিসেবে একাধিক প্রার্থী না হওয়ায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিরুপ বিকাশ বড়ুয়া, রুপালী চাকমা ও মো: সেকান্দার আলী ডাকুয়া কমিটিতে জায়গা পাচ্ছেন বলে সূত্রে জানা গেছে। মোট ভোটার রয়েছে ৫’শ ৮২জন।

উল্লেখ্য, গত ৫ মে তিন বছর ধরে অবৈধভাবে টিকিয়ে রাখা এডহক কমিটি বাতিল, প্রধান শিক্ষকের অপসারণসহ সকল অনিময় দুর্নীতির তদন্তের দাবিতে অভিভাবকরা প্রতিবাদ সমাবেশ করে প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দেয়। এতে আন্দোলনের মুখে এ্যাডহুক কমিটির সভাপতি পদত্যাগ করলে উপজেলা নির্বাহী অফিসারকে আহবায়ক করে কমিটি পুনর্গঠন করে দেন চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

পরে শিক্ষা কার্যক্রম অচল অবস্থা নিরসনের লক্ষ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, লক্ষীছড়ি জোন, উপজেলা প্রশাসন যৌথ উদ্যোগ গ্রহণ করে শক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের কথা বিবেচনা করে কয়েক দফা আলোচনার পর নির্বাচনের পথ খুঁজে বের করেন। তারই ধারাবাহিকতায় বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে তফশীল ঘোষণার মধ্য দিয়ে বহুল প্রত্যাশিত অভিভাবক সদস্যদের নির্বাচন হতে যাচ্ছে আগামী ৭ অক্টোবর।

নির্বাচনে একজন বিদ্যুৎসাহী সদস্য, পদাধীকার বলে প্রধান শিক্ষক সদস্য সচিব এবং নির্বাচিত সদস্যদের ভোটে সভাপতি মনোনীত হবেন। দু’বছরের জন্য গঠিত ১২ সদস্যের এ কমিটি বিদ্যালয়ের স্বার্থকে অক্ষুন্য রেখে নিরলসভাবে কাজ করবে বলে এলাকাবাসী আশাবাদী।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন