লক্ষ্মীছড়িতে ‘উদ্যোক্তা উন্নয়ন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

UcPUR6RnPRP copyস্টাফ রিপোর্টার:

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি যুব উন্নয়ন উপজেলা কার্যালয়ের উদ্যোগে দিনব্যাপী ‘আত্মকর্মী যুব উদ্যোক্তা উন্নয়ন’ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা। স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লক্ষ্মীছড়ি উপজেলার অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত অফিসার শেখ আশ্রাব উদ্দিন।

অন্যান্যদের মধ্য হতে বক্তব্য রাখেন লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ রতন কুমার দাশ গুপ্ত। উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. মাঈনুল ইসলাম, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো: সফিকুল ইসলাম ভূইয়া ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো: বিল্লাল হোসেন ব্যাপারি। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর মো: বেলাল হোসেন।

অনুষ্ঠানে যুব উন্নয়ন প্রতিষ্ঠার পর থেকে লক্ষ্মীছড়ি উপজেলার যুব কার্যক্রম তুলে ধরা হয়। সরকার প্রদত্ত ২৮লাখ টাকার বিপরীতে ঘূর্ণয়মান তহবিল হতে ৩শ ৯৭ জন ঋণ গ্রহীতার মাঝে ৭৬লাখ লাখ ৪০ হাজার টাকা যুব ঋণ বিতরণ করা হয়। মোট আত্মকর্মী হলো ৪শ ৪৮ জন। তবে ২৮ লাখ টাকা মূল তহবিল হলেও মাঠ পর্যায়ে খেলাপী পড়ে আছে প্রায় ২৭লাখ টাকা।

এতো টাকা খেলাপী পড়ে থাকার কারণে এরাকার মানুষই ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং প্রকৃত উপকার ভোগীরা বঞ্চিত হচ্ছে। ঋণ কার্যক্রম অনুসন্ধানসহ খেলাপি আদায় বাড়াতে প্রয়োজনীয় ব্যস্থা গ্রহণ করা হবে বলে অনুষ্ঠানে অতিথিরা সকলকে অবহিত করেন।

এদিকে একইদিন খাগড়াছড়ি যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এ.কে.এম শাহরিয়ার রেজা লক্ষ্মীছড়ি উপজেলা যুব উন্নয়ন কার্যালয় পরিদর্শন করে যাবতীয় খোঁজ খবর নেন বলে জানা গেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন