লামায় তিন মাদকসেবীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

লামা (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের লামা উপজেলায় তিন মাদকসেবীকে তিন হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদ আকতার এ জরিমানার আদেশ দেন। মাদকসেবীরা হলেন-কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার জিদ্দাবাজারের বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে নুরুল আবছার (১৯), মৃত হানিফের ছেলে মো. ইব্রাহীম (৪০) ও মো. জাকির হোসেনের ছেলে সাহাব উদ্দিন (৩০)।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে ইব্রাহীম, সাহাব উদ্দিন ও নুরুল আবছার মিলে ফাইতং ইউনিয়নের নোয়াপাড়া পুলিশ চেক পোস্ট এলাকায় মদ পান করছিলেন, এমন সংবাদের ভিত্তিতে স্থানীয় পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক আনিছুর রহমানের নেতৃত্বে দায়িত্বরত সদস্যরা অভিযান চালায়। এ সময় তিনটি ইউরো কোলা বোতল ভর্তি চোলাই মদসহ তিনজনকে আটক করে লামা থানায় সোপর্দ করা হয়।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ আটকৃতদের উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালতের বিচারক প্রত্যেককে এক হাজার টাকা করে সর্বমোট তিন হাজার টাকা জরিমানার আদেশ দেন।

লামা থানা উপ-পরিদর্শক মোহাম্মদ ইসমাইল আটক তিন মাদকসেবীকে জরিমানার আদেশের সত্যতা নিশ্চিত করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন