সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ৫ দফা দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

fec-image

নবম বেতন কমিশন গঠন, সচিবালয়ের ন্যায় পদ পদবি পরিবর্তন, বেতন বৈষম্য নিরসন, টাইমস্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল, মূল বেতনের ৪০ শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদানসহ ৫ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ।

সংগঠনটির কক্সবাজার জেলা শাখার সভাপতি মো. খোরশেদ আলমের নেতৃত্বে রবিবার (৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের নিকট দাবি সম্বলিত স্মারকলিপি হস্তান্তর করা হয়।

দাবিসমূহ হলো-
১। নবম বেতন কমিশন গঠন, বিদ্যমান বেতন কাঠামোতে ২০টি গ্রেডকে ১০টি গ্রেডে রূপান্তর এবং অন্তর্বর্তী ব্যবস্থায় ৪০ শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদান।

২। সচিবালয়ের সাথে সঙ্গতি রেখে সমকাজে সমমর্যাদা ও পদবী পরিবর্তন ও অভিন্ন নিয়োগবিধি প্রনয়ন।

৩। টাইমস্কেল সিলেকশন গ্রেড পূনর্বহাল, পূর্বের ন্যায় শতভাগ পেনশন প্রদানসহ পেনশন গ্র্যাচ্যুইটির হার ১ টাকায় ৫০০ টাকা নির্ধারণ।

৪। বার্ষিক ইনক্রিমেন্ট মূল বেতনের ২০ শতাংশ নির্ধারণ ও আউট সোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগ।

৫। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে ন্যায্য মূল্যে মানসম্মত রেশন প্রদান, পাহাড়ি, পর্যটন ও দুর্যোগ ভাতা প্রদান।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্টা ও তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতি কক্সবাজার জেলার সভাপতি এমডি গোলাম মোর্শেদ, উপদেষ্টা মো. আকবর হোসেন, সাধারণ সম্পাদক মো. আরফানুল আলম, সহসভাপতি নাছির উদ্দীন পাটওয়ারী, হুমায়ুন কবির ভুঁইয়া, বাবু অমীর চৌধুরী, আবুল হাশেম, আবু ইসহাক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, এম মাহমুদুল হক, মো. নাজিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক বাবু কমল কান্তি পাল, মো. ইদ্রিস আলী, প্রচার সম্পাদক মো. নাছির উদ্দীন, দপ্তর সম্পাদক বাবলা পাল, সিনিয়র সদস্য বকুল লাল বড়ুয়া, সদস্য জসিম উদ্দিন চৌধুরী, নুরুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ।

তারা বলেন, শেখ হাসিনা বিশ্ব বরেণ্য নেত্রী। এসডিজির লক্ষ্যমাত্রা পূরণে অভূতপূর্ব সফলতার জন্য জাতিসংঘের টেকসই উন্নয়ন পুরস্কার অর্জন, পদ্মাসেতু বিনির্মাণসহ অসংখ্য উন্নয়নে ফলপ্রসু অবদান তারই। তার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ।

কোভিড-১৯ পরিস্থিতির সফল উত্তরণে প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের প্রতি আন্তরিক অপরিমেয় শ্রদ্ধা জানিয়ে ৫ দফা দাবি স্বহৃদয় বিবেচনার জন্য সানুগ্রহ দৃষ্টি একান্তভাবে কামনা করেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের জেলা নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন