সাংবাদিক হাফিজকে হুমকি: নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নিন্দা

fec-image

জাতীয় দৈনিক সংবাদ ও দৈনিক আজকের কক্সবাজার পত্রিকার প্রতিনিধি এবং নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরীকে মুঠোফোনে হুমকির প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব নেতৃবৃন্দ।

পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে হুমকিদাতার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাংবাদিক নেতারা।

মঙ্গলবার (১৬জুন) বিবৃতিতে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, একজন সাংবাদিককে হুমকি, সাংবাদিকতা তথা গণমাধ্যমের স্বাধীনতার উপর নগ্ন আঘাত। এ পরিস্থিতিতে সাংবাদিক হাফিজ নিরাপাত্তাহীনতায় ভুগছেন।

বিবৃতিদাতারা হলেন প্রেসক্লাব উপদেষ্টা ও দৈনিক আজাদী প্রতিনিধি মাঈনুদ্দিন খালেদ, প্রেসক্লাব সভাপতি ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি শামীম ইকবাল চৌধুরী, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি আবদুল হামিদ, দৈনিক সাঙ্গু বান্দরবান প্রতিনিধি আবুল বশর নয়ন, দৈনিক সাঙ্গু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি ইফসান খান ইমন, দৈনিক বাকঁখালী প্রতিনিধি জাহাঙ্গীর আলম কাজল, দৈনিক মানবজমিন প্রতিনিধি আমিনুল ইসলাম, দৈনিক পূর্বদেশ প্রতিনিধি মুফিজুর রহমান, দৈনিক স্বদেশ প্রতিদিন প্রতিনিধি আবদুর রশিদ, পার্বত্যবাণী প্রতিনিধি সানজিদা আক্তার রুনা,

কক্সবাজার ৭১ প্রতিনিধি মোহাম্মদ শাহীন, দৈনিক সংগ্রাম প্রতিনিধি মাহমুদুল হক বাহাদুর, দৈনিক রাঙ্গামাটি প্রতিনিধি মো. তৈয়ব উল্লাহ, দৈনিক ইনানী প্রতিনিধি মোহাম্মদ ইউনুছ, দৈনিক সমুদ্রবার্তা প্রতিনিধি আবু শাহমা প্রমুখ।

উল্লেখ্য, সম্প্রতি করোনা ভাইরাস সংক্রান্ত সচেতনতামূলক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারকে কেন্দ্র করে গর্জনিয়া ইউনিয়নের বাসিন্দা জাহেদ সিকদার মুঠোফোনে সাংবাদিক হাফিজকে প্রানণাশের হুমকি দেন।

এই ঘটনায় হাফিজ বাদী হয়ে রামু থানায় একটি সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করেছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নাইক্ষ্যংছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন