সাকিবের প্রতি শিশির, ‘আমার সমর্থন তোমার পাশে ছিল’

fec-image

ক্রিকেট মাঠের পর এবার রাজনীতিতেও বড় বাউন্ডারি হাঁকালেন সাকিব আল হাসান। প্রথমবার রাজনীতিতে নেমেই জাতীয় সংসদ নির্বাচনে জয়ের দেখা পেয়েছেন এই টাইগার অলরাউন্ডার। মাগুরা-১ আসন থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে নির্বাচনে জয় পেয়েছেন সাকিব। বড় ব্যবধানেই জয়ের দেখা পেয়েছেন তিনি।

সাকিবের এমন বিজয়ে মাগুরা আর ক্রিকেট ভক্তদের মত উল্লাসিত তার স্ত্রী উম্মে শিশির আল হাসান। অতীতেও স্বামী সাকিবের নানা উত্থান-পতনে নিজের উপস্থিতি ফেসবুকের মাধ্যমে জানান দিয়েছেন তিনি। ব্যতিক্রম হল না জাতীয় নির্বাচনের পরেও। ফেসবুকে শিশির লিখেছেন ‘আমার সমর্থন সবসময় তোমার পাশে ছিল।’

ফেসবুক স্ট্যাটাসে অভিনন্দন জানিয়ে শিশির লিখেছেন, ‘একটা নতুন শুরুর জন্য তোমাকে অভিনন্দন প্রিয় স্বামী। তুমি জীবনের প্রতিটা ক্ষেত্রেই বিজয়ী হয়েছিলে। যদিও আমি সেখানে ছিলাম না তবে আমার সমর্থন সবসময় তোমার পাশে ছিল। মাগুরার লোকদের অসংখ্য ধন্যবাদ নিজেদের ঘরের ছেলে এতটা ভালোবাসা এবং সম্মান দিয়ে বরণ করার জন্য।’

উল্লেখ্য, সাকিবের স্ত্রী শিশির এবং তার তিন সন্তান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। অন্যদিকে সাকিব পুরো সময় কাটিয়েছেন নিজ শহর মাগুরায়। রোববারের নির্বাচনে মাগুরা-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী সাকিব আল হাসান সবকটি কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে জয়লাভ করেছেন। মোট ১৫২ কেন্দ্রে তিনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লক্ষ ৮৫ হাজার ৩৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের কাজী রেজাউল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৯৯৩ ভোট।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: সাকিব আল হাসান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন