শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ফিরছেন সাকিব

fec-image

গেল কয়েকদিন ধরে ক্রিকেট পাড়ার বড় খবর, জাতীয় দলে ফিরছেন সাকিব আল হাসান। অবাক হওয়ার কারণ নিশ্চয় রয়েছে। কারণ আগেই যে শ্রীলঙ্কা সফর থেকে নিজের নাম সরিয়ে নিয়েছিলেন তারকা এই ক্রিকেটার। তবে বিশ্রাম কাটিয়ে দ্বিতীয় টেস্ট দিয়ে দলে ফিরতে যাচ্ছেন সাকিব। সবকিছু ঠিক থাকলে চট্টগ্রাম টেস্টে খেলবেন টাইগার অলরাউন্ডার।

সিলেটে বাংলাদেশ দল যখন হারের দ্বারপ্রান্তে তখনই শোনা গেল সাকিব আল হাসানের ফেরার খবর। দ্বিতীয় টেস্টের আগে এমন খবর নিশ্চিতভাবেই কিছুটা স্বস্তি দেবে বাংলাদেশ দলের ড্রেসিংরুমে। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর এটাই হবে তার জাতীয় দলে প্রথম ম্যাচ।

সাকিব আলা হাসানের খেলা নিয়ে গতকাল সিলেটে বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বলেছেন, ‘সাকিব খেললে খুব ভালো কথা। সাকিবের মতো খেলোয়াড় থাকলে দলের শক্তি অনেকখানি বেড়ে যায়। আমরা যত দূর জেনেছি, ও খেলবে। খেললে খুব ভালো হবে দলের জন্য।’

এদিকে প্রথম টেস্টে বড় হারের মুখে বাংলাদেশ দল। তবে গতকাল শেষ সেশনে লিটন দাসের আউট নিয়ে বেশ হতাশা প্রকাশ করলেন রাজ্জাক, ‘হতাশজনক। একজন সিনিয়র ব্যাটারের এভাবে আউট হওয়া ঠিক না। লিটন একা বলে নয়, এখানে ৫ উইকেট পড়ে গেছে। সবারই ভুল। যারা টেস্ট খেলছে, এর বয়স কম, ও ছোট, সে এখনো বড় হয়নি, পাকাপোক্ত হয়নি এসব বলার আসলে সুযোগ নেই। যেহেতু সে টেস্ট খেলতে নেমেছে। সে এসব পরিস্থিতি আসলে সামলাতে পারবে বলেই তো তাকে সুযোগ দেওয়া হয়েছে। যেহেতু খারাপ হয়েছে সবারই দায় আছে। শুধু লিটন, শান্তর একার দায় নয়।’

এর আগে জাতীয় দলে সাকিবের ফেরা নিয়ে মন্তব্য করেছিলেন বিসিবি পরিচালক আকরাম খান। তারকা এই অলরাউন্ডারের ফেরা দলের শক্তি বাড়াবে বলে মন্তব্য করেছিলেন এই বোর্ড পরিচালক, ‘সাকিব যদি টিমে আসে তাহলে আমাদের শক্তি অনেক বেড়ে যায়। খেলোয়াড় হিসেবে তো সে অসাধারণ। সে যদি আসে আমাদের শক্তি বাড়বেই।’

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বাংলাদেশ ক্রিকেট, সাকিব আল হাসান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন