সাজেকে ঢাকা, চট্রগ্রাম থেকে আসা শ্রমিকদের হোম কোয়ারেন্টাইন’র জন্য অস্থায়ী ঘর নির্মাণ

fec-image

কলখারখানা বন্ধ থাকায় রাঙ্গামাটির সাজেকে ঢাকা চট্রগ্রাম থেকে আসা শ্রমিকদের হোমকোয়ারেন্টাইন নিশ্চিতের জন্য গ্রামে সেচ্ছায় অস্থায়ী বাড়িঘর নির্মাণ করে দিচ্ছে গ্রামের সচেতন যুব সমাজ এবং তাদের ১৪দিন হোম কোয়ারেন্টিনের জন্য তাদের খাবার ও অন্যান্য সরঞ্জামের যোগান দিচ্ছে গ্রামবাসী ও সাজেক ইউনিয়ন পরিষদ।

শুক্রবার(১৭এপ্রিল) বাঘাইহাটের নোয়া পাড়ায় হোমকোয়ারেন্টাইন’র জন্য আলাদা অস্থায়ী ঘর নির্মাণ করে সচেতন যুবকরা।

ঢাকা-চট্টগ্রাম থেকে নিজ গ্রামে ফিরে আসা পাহাড়ি শ্রমিকদের নিরাপত্তা ও এলাকাবাসীর নিরাপত্তার জন্য এলাকার একদল যুবকের ব্যতিক্রমধর্মী উদ্যোগ যেন মানবতার এক অনন্য পরিচয়।

এবিষয়ে সাজেক ইউপি’ সদস্য দয়াধন চাকমা বলেন, যে সকল লোকজন ঢাকা চট্রগ্রাম থেকে আসছে আমরা তাদের শতভাগ হোম কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি নিশ্চিত করছি এবং অনেক এলাকায় সচেতন যুবকরা সেচ্ছায় অস্থায়ী বাড়িঘর তৈরি করে দিয়েছে। এজন্য যুবকদের ধন্যবাদ যানাচ্ছি এরই মধ্যে সাজেকের কইয়্যেতলী বাঘাইহাটের নোয়া পাড়ায় যুবকেরা আলাদা করে ঘর নির্মাণ করে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন