সাজেকে শীতার্তদের মাঝে সেনাবাহিনীর ২শতাধিক কম্বল বিতরণ

সাজেক প্রতিনিধি:

রাঙ্গামাটি পার্বত্য জেলার পূর্ব সীমান্তবর্তী সাজেকে হতদরিদ্র ও নিম্ন আয়ের প্রান্তিক জনগোষ্ঠীর পৌষের কনকনে শীত নিবারনের  জন্য বংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ২শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার(৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বাঘাইহাটে সাজেক ইউপি কার্যালয়ে সেনাবাহিনীর ১২বীর বাঘাইহাট জোন’র পক্ষ থেকে এ কম্বল বিতরণ করা হয়।

এসময় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাঘাইহাট জোন কমান্ডার লে. কর্নেল গোলাম আজম(এসবিপি, পিএসসি)।

আরও উপস্থিত ছিলেন জোন উপ-অধিনায়ক মেজর আবুল বাশার, সাজেক ইউপি চেয়ারম্যান নেলশন চাকমা, বাঘাইহাট বাজার কমিটির সভাপতি ডা. নাজিম, উজো বাজার কমিটির সভাপতি জ্যোতিলাল চাকমা সহ স্থানীয় জনপ্রতিনিধি বৃন্দ।

এসময় কম্বল নিতে আসা আরতী চাকমা বলেন, আমাদের এলাকার অধিকাংশ মানুষের শীতবস্ত্র নেই। সেনাবাহিনী আমাদেরকে কম্বল দিয়ে  অনেক উপকার করেছে। আমরা তাদের জন্য দোয়া করবো।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন