সাতকানিয়ায় আহত পুলিশ কন্সটেবলের অবস্থা আশঙ্কাজনক

মোঃ কামরান ফারুক:
সাতকানিয়ায় জামায়াত শিবির ও পুলিশের সাথে মুখোমুখি সংঘর্ষে গুলিতে গুরুতর আহত পুলিশ কন্সটেবল ইকবাল হোসেনকে (২৮) আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বেলা আড়াইটার দিকে তাকে আশঙ্কাজনক অবস্থায় চমেকে আনা হয়। তিনি সাতকানিয়া থানার কাঞ্চনা জোটপুকুরিয়া পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

এদিকে সাতকানিয়ায় এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ ও বিজিবির যৌথ টিম মাঠে নেমেছে।
দুপুরের সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানিয়েছিলেন, বুধবার সকালে সাতকানিয়ার বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে পিকেটারদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেও ব্যর্থ হয় হরতাল সমর্থকরা। এরপর বেলা ১২টার দিকে হরতালকারীরা সাতকানিয়া কাঞ্চনা জোট পুকুরিয়া বাজারে পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। এতে বাধা দিতে গিয়ে এক পুলিশ সদস্য শিবিরের গুলিতে আহত হন।
এদিকে বুধবার বিকেল ৩টার দিকে আহত পুলিশ সদস্যকে দেখতে চমেক হাসপাতালে ছুটে যান চট্টগ্রাম জেলা প্রশাসক আবদুল মান্নান এবং তিনি ওই পুলিশ সদস্যের খোঁজ খবর নেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন