৩৪ বিজিবির অভিযান

সীমান্ত থেকে ৮৬টি বার্মিজ গরু ও মহিষ আটক

fec-image

পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ির রেজুপাড়া সীমান্ত থেকে ৮৬টি বার্মিজ গরু ও মহিষ আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রেজুপাড়া বিওপির একটি চৌকষ আভিযানিক টহলদল সীমান্ত পিলার-৪২ হতে আনুমানিক ৩ কিলোমিটার পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন ৫নং সোনাইছড়ি ইউপি’র জামতলী নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

এ সময় মালিকবিহীন ৫৩টি বার্মিজ গরু এবং ৩৩টি বার্মিজ মহিষ আটক করতে সক্ষম হয় বিজিবি। আটককৃত গরু ও মহিষের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৫ লাখ ১০ হাজার টাকা।

এসব তথ্য নিশ্চিত করেছেন বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

তিনি জানান, উদ্ধারকৃত বার্মিজ গরু এবং মহিষগুলো বালুখালী শুল্ক কার্যালয়ে জমাকরণ প্রক্রিয়াধীন।

এধরনের আভিযানিক সাফল্য দেশীয় গবাদি পশুর খামার উৎসাহিত করে এবং সরকারের শুল্ক আয় নিশ্চিত করে।

৩৪ বিজিবি এ ধরনের চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রেখেছে বলে জানান লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আটক, গরু, মহিষ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন