খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুলে ক্লাস পার্টি, অটোমেশন উদ্বোধন ও বৃত্তি প্রদান

সুদক্ষ নাগরিক হতে হলে সু-শিক্ষিত হওয়ার বিকল্প নেই-মোহা: আহমার উজ্জামান

fec-image

খাগড়াছড়ি পুলিশ সুপার ও স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মোহা: আহমার উজ্জামান বলেছেন সুদক্ষ নাগরিক হতে হলে পড়ালেখা শিখে সু-শিক্ষিত হওয়ার বিকল্প নেই। শিক্ষার্থীদের মরণ ফাঁদ নেশা থেকে দুরে রাখতে অভিভাবকদের সচেতন হওয়ার আহবান জানান।

তিনি বলেন, শুধু শিক্ষিত হলেই হবে না। আমাদের মধ্যে বিবেক বোধকে জাগ্রত করে সমাজ ও দেশের স্বার্থবিরোধী সকল কার্যক্রম থেকে দুরে থাকতে হবে।

সোমবার (১৮ নভেম্বর) সকালে খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাইস্কুলে ২০১৯ সালের ক্লাস পার্টি, অটোমেশন আনুষ্ঠানিক উদ্বোধন ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাইস্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার নাথ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপারের সহধর্মিনী কানিজ আহমার ও স্কুল প্রতিষ্ঠাতা সদস্য মো: আকবর হোসেন।

পরে ২০১৮ সালে পিএসসি, জেএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্তদের মধ্যে বৃত্তি প্রদান করেন তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন