সেরা পোশাকধারীর খেতাব পেলেন হিজাব পড়ুয়া মুসলিম মেয়ে

Best-dress
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের একটি স্কুলে সেরা পোশাকধারীর স্বীকৃতি পেয়েছে হিজাব পরিহিত এক ফিলিস্তিনী মুসলিম ছাত্রী। নিউজার্সির এক স্কুল কর্তৃপক্ষ ওই ছাত্রীকে এ খেতাব দেয় বলে অঙ্গরাজ্যটির ওয়েবসাইটে বলা হয়েছে।

সম্প্রতি ক্লিফটন হাই স্কুল কর্তৃপক্ষ আবরার শাহীনকে ২০১৫ সালের সেরা পোশাকধারী শিক্ষার্থী হিসেবে নির্বাচিত করেছে। মাথায় হিজাব, কালো স্কার্ট, জিন্স, বুট ও সাদা ব্লেজারে আবৃত শাহীনের ছবি তার ইয়ারবুক ফটোতে প্রকাশ করা হয়েছে।

নর্থজার্সি ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহীন বলেন, ‘সাধারণত জনপ্রিয় ও চিয়ারলিডাররাই এ খেতাব পেয়ে থাকে। তাই আমার মতো হিজাবি এই খেতাব পাওয়ায় আমি খুবই অবাক হয়েছি।’

সেরা পোশাকধারী নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পাওয়া শাহীন পড়ালেখার পাশাপাশি একটি কাপড়ের দোকানে চাকরি করেন। তিনি ইসলামী অনুশাসন মেনে চলেন বলে জানান।

ক্লিফটন হাইস্কুলে বর্তমানে প্রায় ৩ হাজার ৩০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। এর মধ্যে ৫২ শতাংশ হিস্পানিক (স্প্যানিশভাষী), ৩৫ শতাংশ শ্বেতাঙ্গ, ৮ শতাংশ এশীয় ও ৫ শতাংশ কৃষ্ণাঙ্গ।

সূত্রঃ ডননিউজ

Print Friendly, PDF & Email
Facebook Comment
আরও পড়ুন