বান্দরবানে ২৭৪৫ পিচ ইয়াবাসহ বৌদ্ধ ভিক্ষু আটক

image-05aa482478a15592ebf95edabfb30d4abc4c78bf1ddb5b06f8662c6e942cf098-V

স্টাফ রিপোর্টার:
বান্দরবানে ২ হাজার ৭৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছদ্ধবেশি এক বৌদ্ধ ভিক্ষুকে আটক করেছে যৌথ বাহিনী।

বুধবার শহরের হিলাবার্ট আবসিক এলাকায় তাকে আটক করা হয়।

আটককৃত বৌদ্ধ ভিক্ষু লামা উপজেলার থোয়াইচার পুত্র ওয়া নাসারা (৩৩)।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ও গোয়েন্দা সংস্থা এনএসআই যৌথ ভাবে অভিযান চালিয়ে ১৫টি নীল প্যাকেটে ২ হাজার ৭৪৫ ইয়াবা ট্যাবলেট’সহ ছদ্ধবেশি বৌদ্ধ ভিক্ষু’কে আটক করে।

আটককৃত বৌদ্ধ ভিক্ষু বলেন, রোয়াংছড়ি উপজেলার লিরাগাঁ পাড়ার শৈহ্লাঅং মারমা ইয়াবা ট্যাবলেটগুলো দিয়েছিল। প্রতিটি ৫৫-১০০ টাকা পাইকারী দামে একজনকে বিক্রি করে দেয়ার জন্য। সে ভারতের গোহাটি এলাকায় লেখাপড়া শিখেছে। বর্তমানে লামা উপজেলার গজালিয়া কম্বোনিয়া বৌদ্ধরের মন্দিরে রয়েছেন। সে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সক্রিয় সদস্য বলে জানিয়েছে।

তবে আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা তার কথাবার্তা এবং আচরণ মিয়ানমারের বাসিন্দার মতো। বৌদ্ধ ভিক্ষুর ছদ্ধবেশের আড়ালে বান্দরবানে দীর্ঘদিন ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে। আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদে আটককৃত ভিক্ষু স্বীকার করেছে ইয়াবা ব্যবসায় আরো অনেকে যুক্ত থাকার বিষয়টি।

Print Friendly, PDF & Email
Facebook Comment
আরও পড়ুন