সোনাদিয়ায় র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে জলদস্যু নিহত

মহেশখালী প্রতিনিধি:

মহেশখালী উপজেলার কুতুবজোমের ঘটিভাঙ্গা- সোনাদিয়া সংযোগ সড়কের পাশে প্যারাবনে র‍্যাবের এর সাথে বন্ধুক যুদ্ধে কুতুবদিয়ার এক জলদস্যু নিহত হয়েছে। নিহত জলদস্যুর নাম আবুল হাসান মানিক(২৪)। সে কুতুবদিয়া উপজেলার মধ্যম করলা পাড়ার লেদুমিয়ার ছেলে।

সোমবার(১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার সময় জলদস্যুরা দস্যুতার জন্য প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে র‌্যাব ওই এলাকায় অভিয়ান চালায়। র‍্যাবের  উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা গুলি ছুড়তে ছুড়তে গহীণ অরণ্যর দিকে চলে যায়, এ সময় র‍্যাবও আত্মরক্ষার্থে পাল্টা জবাব দেয়। দস্যুরা পিছু হটলেও জলদস্যু মানিক ঘটনাস্থলে গুলি লেগে আহত অবস্থায় পড়ে থাকে। এ সময় ঘটনাস্থল থেকে ২টি লম্বা বন্দুক, ৮ রাউন গুলি, ৬টি গুলির খোসা উদ্ধার করে। র‍্যাব আহত মানিককে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিলে সকাল ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক আহত দস্যু মানিককে মৃত ঘোষণা করেন।

সকাল সাড়ে ৮টার দিকে র‌্যাব নিহত দস্যু মানিকের লাশ মহেশখালী থানায় হস্তান্তর করে। মহেশখালীর এসআই পংকজ লাশের সুরত হাল রির্পোট তৈরী শেষে লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।

র‍্যাব ৭ কমান্ডার মেহেদি হাসান জানান, সাগর নিরাপদ রাখতে জলদস্যুদের বিরুদ্ধে চিরুনি অভিযান চলমান রয়েছে।

তাদের ভালো পথে আসার সুযোগ দেওয়ার পরও কেউ সাগরে ডাকাতির সাথে জড়িত থাকলে কোনো ধরনের ছাড় নয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন