হরতাল প্রত্যাহারে বিরোধী দলের প্রতি প্রধানমন্ত্রী আহ্বান

বৃুহসৃ

নিউজ ডেক্স

সাভার ট্র্যাজেডিতে ব্যাপক মানুষের প্রাণহানির ঘটনায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে ১৮ দলের আগামী ২ মে ডাকা সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহারে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

আজ সোমবার সাভারে রানা প্লাজার ধ্বংসস্তূপ পরিদর্শন ও আহতদের চিকিৎসার খোঁজ-খবর নিতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক। যখন এদের উদ্ধার, চিকিৎসা ও পুনর্বাসনের কাজ চলছে, তখনই হরতাল দিল।’ তিনি মানবিক কারণে এই হরতাল প্রত্যাহারের আহ্বান জানান।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে ধসে পড়া রানা প্লাজার উদ্ধারকাজ পরিদর্শন ও আহত ব্যক্তিদের দেখতে যান।
এর আগে শেখ হাসিনা সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে যান। ভবনধসে আহত ব্যক্তিদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে তিনি কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী আহতদের চিকিৎসায় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও তিন বাহিনীর প্রধানরা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। কিন্তু স্থানীয় সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদকে এ সময় দেখা যায়নি।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন