৩২তম এশিয়া প্যাসিফিক রিজিওনাল স্কাউট জাম্বুরিতে অংশ নিচ্ছে বান্দরবান জেলা

fec-image

আন্তর্জাতিকভাবে ১২৩টি দেশের ৩২তম এশিয়া প্যাসিফিক রিজিওনাল স্কাউট জাম্বুরিতে এবার অংশ নিচ্ছে বান্দরবান জেলা ।

রবিবার (৪ ডিসেম্বর) সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বান্দরবান জেলা স্কাউটের আয়োজনে এই জাম্বুরি কমিটির এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে অনুষ্ঠানে এই সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুরাইয়া আক্তার সুইটি । এ সময় আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন । উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইলিয়াস , বান্দরবান জেলা স্কাউট কমিশনার সীমা দাস , বান্দরবান জেলা স্কাউট সভাপতি মো. জাহেদুল আলম, বাংলাদেশ স্কাউট চট্টগ্রাম অঞ্চলের উপ- কমিশনার সম্পদ বড়ুয়া, বাংলাদেশ স্কাউট বান্দরবান জেলার জেলা সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান , জেলা কাব লিডার মো. জাহাঙ্গীর হোসেন সহ স্কাউটের সম্পৃক্ত সকল সদস্য নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনেকে।

অনুষ্ঠানে অতিথিরা ৩২তম এশিয়া প্যাসিফিক রিজিওনাল স্কাউট জাম্বুরিতে বান্দরবান জেলার কার্যক্রমকে সফল করার জন্য মুক্ত আলোচনা করেন ।

উল্লেখ্য যে, ২০২৩ এর ১৯-২৭ জানুয়ারি ৯ দিনব্যাপী জাম্বুরি ক্যাম্প বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্ডাস্ট্রিয়াল শহর মিরসরাই চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। যেখানে ১২৩টি দেশের সাথে বান্দরবান জেলার টিম অংশ নিচ্ছে। তাই এই অনুষ্ঠানকে সার্থক ও সফল করতে নির্বাচন পরিচালনা কমিটির এ বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকলের আশা এই জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে বান্দরবান জেলা কৃতিত্বের সাথে সফলতা অর্জন করবে এজন্য বান্দরবান জেলা স্কাউটের সকল সদস্যদের আন্তরিক হওয়ার আহ্বান জানানো হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বান্দরবান, স্কাউট জাম্বুরি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন