পেকুয়াপ উপজেলায় পিএসসির ফলাফলে পেকুয়া পাইলট স্কুল শীর্ষে

Pekua Pailot School Pic 31-12-2015

পেকুয়া প্রতিনিধি:

এবারের পিএসসি পরীক্ষার ফলাফলে ১৯টি এপ্লাস পেয়ে পেকুয়া উপজেলায় শীর্ষে অবস্থান করেছে ‘পেকুয়া পাইলট স্কুল’। প্রতিষ্ঠানটির পাশের হার শতভাগ।

পেকুয়া পাইলট স্কুলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাকির হোসেন হাওলাদার বৃহস্পতিবার স্কুলের বার্ষিক ক্লাস পার্টি ও ফলাফল প্রদান অনুষ্ঠানে এসব তথ্য ঘোষণা করেন। পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মো: মারুফুর রশিদ খান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়া মো: মোস্তাফিজ ভূঁইয়া।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজমগীর চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাসান মুরাদ চৌধুরী, পাইলট স্কুলের পরিচালক ও পেকুয়া প্রেস ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি ছফওয়ানুল করিম, প্রধান শিক্ষক শফিউল্লাহ কুতুবী, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক দিদারুল করিম, সমাজসেবক শাহ আলম প্রমূখ।

এদিকে পিএসসির ফলাফল প্রকাশিত হলে স্কুলের শিক্ষার্থী স্কাউটের বাদক দল নিয়ে একটি আনন্দ র‌্যালি বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুল মাঠে এসে শেষ করে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন