চাঁদাবাজির অভিযোগে ২ মারমা ও ম্রো যুবক আটক

fec-image

চাঁদাবাজির অভিযোগে বান্দরবান জেলার লামা উপজেলায় ৩ যুবককে আটক করেছে স্থানীয় জনতা। যার মধ্যে ২জন মারমা ও ১ জন ম্রো যুবক।

রবিবার গভীর রাতে উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি টঙ্গঝিরি পাড়া থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলো- বান্দরবান সদর উপজেলার উজুমুখ হেডম্যান পাড়ার বাসিন্দা ছোরি মং মার্মার ছেলে বোক্য মার্মা (৩৪), আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের রেফারপাড়ি পাড়ার মেনওয়াই মো’র ছেলে মেনযুক ম্রো (৩৫) ও রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার রায়খালি ইউনিয়নের নিচেরপাড়ার বাসিন্দা অংথোয়াই প্রু মার্মার ছেলে মংচিং থোয়াই মার্মা (১৮)। পরে আটকদের লামা থানায় সোপর্দ করেন স্থানীয় জনতা।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে আটককৃত তিন যুবক সরই ইউনিয়নের টঙ্গঝিরি পাড়াসহ বিভিন্ন স্থানে সাধারণ কৃষক, দিনমজুর, ব্যবসায়ী ও পথচারীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল। কিন্তু প্রাণ নাশের ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়নি। রবিবার রাত দেড়টার দিকে চক্রটি পরিকল্পিতভাবে আবারও চাঁদাবাজির উদ্দেশ্যে ওই এলাকায় জড়ো হয়। এমন খবর পেয়ে স্থানীয় জনগণ ঐক্যবদ্ধ হয়ে ওই তিনজনকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ তোফাজ্জল হোসেন বলেন, চাঁদাবাজি করার সময় ৩ সদস্যকে স্থানীয়রা আটক করে থানায় সোপর্দ করেছেন। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চাঁদাবাজি, বান্দরবান, মারমা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন