সর্ব মিত্রের ভিডিও শেয়ার দিয়ে যা বললেন ঢাবি শিক্ষক মোনামি

fec-image

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস-সংলগ্ন এলাকায় দুই সপ্তাহ ধরে উচ্ছেদ অভিযান চালাচ্ছেন ছাত্রশিবিরের নেতৃত্বাধীন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা। ‘অবৈধ’ দোকান, উদ্বাস্তু, ভবঘুরে ও নেশাগ্রস্তদের উচ্ছেদ করছেন তারা। সেসব নিয়ে শুরুর দিন থেকেই আলোচনা-সমালোচনা চলছে। পক্ষে-বিপক্ষে মত দিচ্ছেন অনেকেই।

এর মাঝে প্রকাশ পেল সর্ব মিত্রের একটি ভিডিও। যা শেয়ার দিয়েছেন সম্প্রতি আলোচনায় থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরিন আমিন ভূঁইয়া মোনামি। সর্ব মিত্রের ভিডিওটি নিজের ফেসবুক পেইজে শেয়ার দিয়ে তিনি লিখেছেন, অনেক চেষ্টা করেছি ‘WOKE’ দের attack-এর ভয়ে শেয়ার না দিতে।

ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে একটি ভিডিও আপলোড করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, একজন বয়স্ক লোক, এক ছেলের মোবাইল কেড়ে নিয়ে দৌড় দিয়েছে। ওই ছেলে দৌড়ে যাচ্ছে একটা বয়স্ক লোককে ধরতে। মাঝপথে দেখা সর্বমিত্রের সঙ্গে।

ওই ছাত্র সর্বমিত্রকে দেখে বলছেন, আপনি সর্বমিত্র চাকমা না? ডাকসু সদস্য সর্বমিত্র না?, হ্যাঁ। ছেলেটি বললেন, ভাই এই লোক আমার মোবাইল কেড়ে নিয়েছে। কিছু একটা করেন। সর্বমিত্র চমৎকার করে একটা হাসি দিয়ে বলছেন, মুরুব্বি মানুষ যা করেছেন, ভালো করেছেন। সিনিয়র সিটিজেন। তাদের সম্মান জানানো উচিত। কিন্তু আমার মোবাইল, আমার মোবাইল নিয়ে গেছে ভাইয়া? সর্বমিত্র বলছেন, আরে মুরুব্বি মানুষ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ডাকসু, ঢাবি শিক্ষিকা, ভাইরাল ভিডিও
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন