টেকনাফে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জনতার স্রোত


কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর সভাস্থলটি হাজার হাজার জনতার পদচারণায় জনস্রোতে পরিণত হয়।
সোমবার (২৮ অক্টোবর) টেকনাফ পৌরসভার বাস স্টেশনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার – ০৪ (উখিয়া টেকনাফ) সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির অর্থ সম্পাদক মো. আবদুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত ৪০ বছরেও উখিয়া টেকনাফে কোন নেতা সৃষ্টি হতে দেয়নি। এবার জনগন জেগে উঠেছে। তরুণ ভোটাররা তারুণ্যের নেতৃত্ব সৃষ্টি করতে চায়। তারেক জিয়ার নির্দেশে জনগন যাকে চাইবে, যারা নির্যাতিত, স্বৈরাচার সরকারের আমলে রাজপথে থেকে ফ্যাসিস্টদের মোকাবেলা করে মামলা হামলার শিকার হয়েছে, তাকেই আগামী নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে। এই সময় তিনি ধানের শীষের জন্য ভোট চান।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় মহিলাদের যোগদান চোখে পড়ার মতো। শত শত তরুণ ও যুবদলের কর্মীরা সভায় যোগদান করেছেন।
টেকনাফ উপজেলা যুবদল নেতা মো. সেলিমের সভাপতিত্বে ও কক্সবাজার কৃষকদল নেতা গিয়াস উদ্দিন ভুলুর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সোলতান আহমেদ বিএ, হাছান আহমদ কাউন্সিলর, মো. আলম মেম্বার, আবদুর রশিদ প্রমুখ।
সভাশেষে এক বিরাট শোভাযাত্রা পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
এর আগে উপজেলার বিভিন্ন সাংগঠনিক ইউনিট থেকে দলে দলে খালেদা জিয়া, তারেক জিয়া ও ধানের শীষের স্লোগান তুলে সভায় যোগদান করেন কর্মীরা। এসময় তারা আবদুল্লাহ কে ধানের শীষের মনোনয়ন দেওয়ার দাবী জানান।

















