মেসিদের ‘বিদ্রোহ’ নিয়ে নতুন নাটক

নিজস্ব প্রতিবেদক:

‘মিউটিনি অন দ্য বাউন্টি’-র ধাঁচে বলা হচ্ছে ‘মিউটিনি অন দ্য ইনস্টাগ্রাম’। যে ‘বিদ্রোহের’ লক্ষ্য নাকি বার্সেলোনার ক্লাব কর্তারা। ‘বিদ্রোহে’ নাকি উস্কানি দিচ্ছেন স্বয়ং লিওনেল মেসি।

বার্সেলোনা বনাম নেইমার লড়াই যখন তুঙ্গে, ক্লাব যখন জানিয়েছে নেমারের বিরুদ্ধে মামলার রাস্তায় হাঁটবে তারা, তখন হঠাৎই প্যারিস থেকে মঙ্গলবার তার পুরনো শহরে ফেরেন নেইমার। এবং রাতে যে পার্টি দেন, তাতে আমন্ত্রণ জানিয়েছিলেন মেসি-সুয়ারেজ, জেরার পিকে-সহ তার প্রাক্তন বার্সা সতীর্থদের। যে পার্টিতে আবার এক সঙ্গে দেখা যায় সেই ‘এমএসএন’-কে। নেইমার, সুয়ারেজের সঙ্গে সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে মেসি লেখেন, ‘ও ফিরে এসেছে।’ নেইমার সঙ্গে ছবি পোস্ট করেছেন পিকেও।

সোশ্যাল মিডিয়ায় মেসির এই পোস্টের পরে স্প্যানিশ মিডিয়ার একটা অংশে লেখা হতে থাকে, বার্সা কর্তাদের স্রেফ তাচ্ছিল্য করেই এই ছবি পোস্ট করেছেন মেসি। একেই ক্লাবের সঙ্গে তার সাম্প্রতিক সম্পর্ক নিয়ে অনেক কথা হচ্ছে। শোনা যাচ্ছে, নতুন চুক্তিতে মেসি নাকি সই করেননি। এমনকী ম্যাঞ্চেস্টার সিটি-র প্রতিনিধিদের সঙ্গেও নাকি তার এজেন্টের কথা হয়েছে।

এই পরিস্থিতিতে মেসির এই পোস্ট নানা জল্পনা উস্কে দিয়েছে। আর এমন দিনে মেসি এই পোস্ট করেছেন, যে দিন নেইমারের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেয় বার্সেলোনা।

এই মুহূর্তে ঘর এবং বাইরে— দু’মুখো আক্রমণের সামনে বার্সা কর্তারা। নেইমার শিবির জানিয়ে দিয়েছে, তারা আদালতে মামলা লড়বে। এরই মাঝে সোশ্যাল মিডিয়াতেও অপদস্ত হতে হল বার্সা কর্তাদের। বুধবার বার্সার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। এ দিকে, রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০২০ পর্যন্ত চুক্তিবদ্ধ হলেন জিনেদিন জিদান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন