উখিয়া-টেকনাফের সাবেক এমপি হাজী আব্দুল গনি আর নেই

বিশেষ প্রতিনিধি,কক্সসবাজার:

টেকনাফ-উখিয়া আসনের সাবেক এমপি হাজী আবদুল গণি (৯২) আর নেই। তিনি আজ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওইন্নািলাইহি রাজিউন)।
তিনি চট্রগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে শনিবার (১৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টায় ইন্তেকাল করেন। এমপি গণি উক্ত হাসপাতালে মেডিসিন বিশেষজ্ঞ ডা. একেএম হাসানের তত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।
তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিক অচলাবস্থা ছাড়াও খাদ্য নালীতে সমস্যাসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে থাইল্যান্ডেও নিয়ে যাওয়া হয়েছিল।
তার পুত্র সাইফুদ্দীন খালেদ (০১৮১৮৮৯৭০১১) এবং নিকট আত্মীয় টেকনাফ কেকেপাড়া আয়েশা ছিদ্দীকা (রাঃ) বালিকা মাদ্রাসার পরিচালক আলহাজ্ব হাফেজ মাওঃ এনায়তুর রহীম (০১৮১৯৯৪১০৪৪) এই তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার বাদে এশা টেকনাফ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হতে পারে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, টেকনাফের হাজী আবদুল গণি জীবদ্দশায় নির্বাচিত জনপ্রতিনিধি, সক্রিয় রাজনীতিক, বিশিষ্ট সমাজ সেবক ছাড়াও বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।
তিনি দীর্ঘ সময় টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেন। স্বাধীনতা যুদ্ধের আগে থেকে তিনি টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। ১৯৮৮ সালে তিনি এমপি নির্বাচিত হন। তার স্ত্রী মুশফিকা বেগম গত বছর ১৩ জানুয়ারী ইন্তেকাল করেন। তিনি ৮ছেলে এবং ২মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী, আত্মীয়-স্বজন ও শুভাকাংখী রেখে যান।
Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন